আপনজন ডেস্ক: ডিএলএস পদ্ধতিতে ‘পার’ স্কোর থাকার সময় বৃষ্টি এসে ভারতের ব্যাটিং বন্ধ হয়ে যাওয়ার পর টাই হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের তৃতীয় ও সিরিজের শেষ টি-টোয়েন্টি। নেপিয়ারে ১৬১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামা ভারত ৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে তুলেছিল ৭৫ রান। ওই সময় ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ভারতের ‘পার’ স্কোরই ছিল ৭৫, মানে জিততে গেলে তখন স্কোর থাকতে হতো ৭৫ রানের বেশি। এরপর বৃষ্টি কমে এলেও খেলা শুরু হতে পারেনি, এর ফলে ম্যাচ হয়েছে টাই। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয়টি জিতেছিল ভারত, এর ফলে হার্দিক পান্ডিয়ার দল সিরিজ জিতেছে ১-০ ব্যবধানে।
ইতিহাসে দ্বিতীয়বারের মতো এভাবে খেলা মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার পর ডিএলএস পদ্ধতিতে কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি টাই হলো। প্রথম এমন হয়েছিল জিব্রাল্টার ও মাল্টার ম্যাচে, গত বছর। অবশ্য ওয়ানডেতে এমন ঘটনা আছে তিনটি। টসে জিতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে অর্শদীপ সিংয়ের বলে এলবিডব্লু হন ফিন অ্যালেন। পাওয়ারপ্লেতে নিউজিল্যান্ড হারায় মার্ক চাপম্যানকেও, যদিও ওঠে ৪৬ রান। নিউজিল্যান্ডকে এগিয়ে নেওয়ার কাজটি এরপর করেন ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপসের তৃতীয় উইকেট জুটি, দুজন মিলে ৬৩ বলে যোগ করেন ৮৬ রান। দুজন অবশ্য ফেরেন ৬ বলের ব্যবধানে। ৩৩ বলে ৫৪ রান করে মোহাম্মদ সিরাজের বলে ফাইন লেগে ভুবনেশ্বর কুমারের ভালো ক্যাচে পরিণত হন ফিলিপস। পরের ওভারে অর্শদীপের বলে ডিপ মিডউইকেটে ঈশান কিষানের হাতে ধরা পড়েন ৪৯ বলে ৫৯ রান করা কনওয়ে। কিউয়ি ইনিংসে এরপর নামে ধস। ৩০ রান তুলতেই শেষ ৮ উইকেট হারায় স্বাগতিকেরা। ১৮তম ওভারে সিরাজ করেন জোড়া আঘাত—জেমস নিশামের পর ফেরেন মিচেল স্যান্টনার। অর্শদীপের করা পরের ওভারে পরপর দুই বলে ফেরেন ড্যারিল মিচেল ও ইশ সোধি, হ্যাটট্রিক বলে রানআউট হন অ্যাডাম মিলনে। হার্শাল প্যাটেলের বলে অধিনায়ক টিম সাউদি বোল্ড হলে ২ বল আগেই শেষ হয় নিউজিল্যান্ড ইনিংস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct