আপনজন ডেস্ক: কেরলের কোঝিকোড়ের চতুর্থ শ্রেণির এক হিন্দু ধর্মাবলম্বী ছাত্রী কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জেতার পর থেকেই এখন সংবাদ শিরোনামে চলে এসেছে। জানা গেছে, কেরলের কোঝিকোড়ে অনুষ্ঠিত থোডান্নুর সাব-ডিস্ট্রিক্ট আর্টস ফেস্টিভ্যালে কুরআনের বাণী আবৃত্তি বা তেলাওয়াত করার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। তাতে অঙশ নিয়েছিল পার্বতী নামের এই হিন্দু সম্প্রদায়ের শিশু কন্যা।
হিন্দু পরিবার থেকে আসা সত্ত্বেও পার্বতী কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতে আরবি ভাষায় তার সাবলীলতা দিয়ে সবাইকে অবাক করে দিয়েছে। বুঝিয়ে দিয়ে ভাষা কোনও ধর্মের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তবে, দেশে অমুসলিমদের ভাষা হিসেবে আরবি শেখার নজির থাকলেও কুরআনের আয়াত বা বাণী আবৃত্তি করে কোনও হিন্দু শিশুকন্যার প্রথম হওয়া সত্যিই বিরল ঘটনা। চেম্মারাথুর এলপি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী পার্বতী শুধু একাই আরবিতে দক্ষ নয়, তার যমজ বোন পারভানাও আরবিতেও ভাল। তারা আরবি শিখেছে শিক্ষিকা রুকাইয়ার কাছ থেকে। পার্বতীর স্কুলের শিক্ষকরা মনে করেন যে সেপ্রমাণ করেছেভাষার কোনও ধর্ম নেই। একটি ভাষা কেবল একজনকেই ক্ষমতায়ন করে। এটি দুটি সম্প্রদায় ও সংস্কৃতির মধ্যে সেতু বন্ধন গড়ে তুলতে সহায়তা করে। পার্বতীর বাবা নালিশ ববি একজন আইটি পেশাদার এবং তার মা দিনা প্রভা একজন ইংরেজি শিক্ষক। বাবা-মায়েরাই চেয়েছিলেন যে তাদের সন্তানরা একটি নতুন ভাষা শিখুক কারণ তারা মনে করে যে এটি ভবিষ্যতে তাদের পক্ষে উপকারে লাগতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct