আপনজন ডেস্ক: প্রায় ১৪০ বছর পর আবার বিরল ব্ল্যাক-নেপড ফেজ্যান্ট পিজিয়ন পাখির দেখা পেলেন বিজ্ঞানীরা। এক মাস অনুসন্ধানের পর পাপুয়া নিউ গিনির এক ছোট দ্বীপের গহিন জঙ্গলে এই পাখির ছবি তুলতে সক্ষম হয়েছেন একদল গবেষক। বিরল পাখিটির সন্ধান পাওয়া ছিল রীতিমতো এক বিশাল যজ্ঞ। অগুনতি স্থানীয় বাসিন্দার সঙ্গে আলাপ করতে হয়েছে গবেষকদের। এরপর ২০টি গোপন ক্যামেরা বসিয়ে অপেক্ষা করতে হয় দিনের পর দিন। এমনকি জলদস্যুদের বিপক্ষেও লড়তে হয়েছে বিজ্ঞানীদের। অভিযানের সহ-প্রধান জন মিটারমেয়ার বলেন, ‘এই পাখি দেখতে পাওয়া ছিল একটি ইউনিকর্ন (পৌরাণিক শিংওয়ালা স্বর্গীয় ঘোড়া) খুঁজে পাওয়ার মতো। ’ গবেষকরা আশা করছেন, এই আবিষ্কার প্রজাতিটিকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে সাহায্য করবে। গবেষকদলটির সদস্যরা এর আগেও মাটিতে বসবাসকারী আকারে বড় কবুতর প্রজাতির এই পাখিটির খোঁজ পাওয়ার চেষ্টা করেন। এ পাখির একমাত্র আবাসস্থল ফার্গুসন দ্বীপে ২০১৯ সালে অনুসন্ধান চালান তিনজন। তবে এ সময় পাখিটির কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। ২০২২ সালের অভিযানও ব্যর্থ হতে চলেছে বলে মনে করা হচ্ছিল। তবে ফার্গুসন আইল্যান্ডের সর্বোচ্চ পর্বতচূড়া মাউন্ট কিলকারানের পশ্চিম ঢালের একটি গ্রামে যাওয়ার পর তাঁরা সফল হন। অভিযানের সহ-প্রধান জীববিজ্ঞানী জেসন গ্রেপ বলেন, ‘(সেখানে) আমরা এমন শিকারিদের সঙ্গে দেখা করা শুরু করি, যাঁরা ফেজ্যান্ট পিজিয়ন দেখেছেন বা এই সম্পর্কে শুনেছেন। ’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct