কুতুব উদ্দিন মোল্লা, কলকাতা, আপনজন: আন্তর্জাতিক শিশু অধিকার দিবস উপলক্ষে রাজ্যের শিশু অধিকার ও সুরক্ষা কমিশনের উদ্যোগে শিশু সুরক্ষা কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করার জন্য বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিত্বদের সংবর্ধনা জানানো হল। রবিবার কলকাতার সল্টলেকের এফ ডি পার্কে এক অনুষ্ঠানের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানের সূচনা হয় রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী ও পশ্চিমবঙ্গ শিশু অধিকার ও সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়ের উপস্থিতিতে। পশ্চিমবঙ্গ শিশু অধিকার ও সুরক্ষা কমিশন এদিন দুটি চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন, সাহসিকতার জন্য বীরাঙ্গনা ও বীরপুরুষ পুরস্কার দেওয়া হয় পাঁচজন পুলিশ কর্মীকে এবং শিশুশ্রী পুরস্কার দেওয়া হয় আটজন সাংবাদিককে। রাজ্যের পাঁচজন পুরস্কার প্রাপকের তালিকায় স্থান করে নিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুলিশ জেলার অধীনস্ত জীবনতলা থানার আধিকারিক সমরেশ ঘোষ ও সাব-ইনস্পেক্টর প্রণব মন্ডল। উল্লেখ্য, বিগত দিনে দিল্লি থেকে ৮ জন শিশুকে উদ্ধার করার অনন্য দৃষ্টান্তের জন্য একই থানায় দুজন পুলিশ অফিসার ‘সেরা শিশুবান্ধব’ পুরস্কারে পুরস্কৃত হওয়ায় গর্বিত জীবনতলা থানার অন্যান্য পুলিশ কর্মীরা। রবিবার অনুষ্ঠানে পুলিশ অফিসারদের হাতে পুরস্কার তুলে দেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। মন্ত্রীর হাত থেকে সেরা শিশুবান্ধব পুরস্কার গ্রহণ করেন জীবনতলা থানার আধিকারিক সমরেশ ঘোষ। এছাড়া. রাজ্যের যে আটজন সাংবাদিককে এদিন শিশুশ্রী পুরস্কারে ভূষিত করা হয় তাদের মধ্যে অন্যতম হলেন টাইমস অফ ইন্ডিয়ার পূর্ব বর্ধমান জেলার িবশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আসিফ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct