আপনজন ডেস্ক: চিনের বৃহত্তর শহর গুয়াংজু করোনা সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় লকডাউনের আওতায় আনা হয়েছে। অর্থনৈতিক উৎপাদন ও বাণিজ্যিক দিক থেকে দেশটির চতুর্থ বড় শহর গুয়াংজু গুয়াংডং প্রদেশের রাজধানী। একই সঙ্গে রাজধানী বেইজিংয়ের স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আবারও অনলাইন ক্লাসে ফিরতে হচ্ছে শহরটির শিক্ষার্থীদের। সোমবার জনবহুল জেলা বাইয়ুনে পাঁচ দিনের লকডাউন ঘোষণা করা হয়। ব্যবসায়িক এই জেলার নাইটক্লাবসহ সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার কথা বলা হয়েছে। জনসমাগম এড়িয়ে বাসিন্দাদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গুয়াংজুতে ১ কোটি ৯০ লাখ মানুষের বসবাস।জানা যায়, গুয়াংজুতে তো করোনা সংক্রমণ বাড়ছেই। আরও বেশ কয়েকটি শহরে করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে। রোববার এই শহরটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৬ হাজার ৮২৪ জন। করোনা আক্রান্তের এই সংখ্যা গত এপ্রিলে দৈনিক সংক্রমণের প্রায় কাছাকাছি। গত মে মাসের পর রাজধানী বেইজিংয়ে গত শনিবার করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct