আপনজন ডেস্ক: মধ্যপ্রদেশের ভোপালের পিঁপড়া খেরি এলাকায় ৭৩তম তবলিগি জামাতের বিশ্ব ইজতেমা শুক্রবার থেকে শুরু হয়ে সোমবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হল। আখেরি মোনাজাত করেন তবলিগ জামাতের শীর্ষ নেতৃত্ব মাওলনা মুহাম্মদ সাদ কান্ধলভি। সোমবার সকাল ৯টা ২৮ মিনিটে মাওলানা সাদ আখেরি মোনাজাতের জন্য দুহাত তুলে দুয়া করেন তখন তার সাথে হাত তোলেন তবলিজি ইজতেমায় হাজির হওয়া লাখো মুসল্লি। মাওলানা মুহাম্মদ সাদ প্রায় ২৯ মিনিট ধরে প্রার্থনা করেন। ইজতেমা প্রান্তর মুখর হযে ওঠে আমীন, আমীন শব্দে।
দোয়ার আগে সকাল ৯টা ২১ মিনিট পর্যন্ত বক্তব্য রাখেন মাওলানা সাদ। তিনি বলেন, ‘আজ মানুষ সারা বিশ্বে তার চাহিদা সীমিত করে দিয়েছে। যদিও, বাস্তব জীবন হল পরকালের জন্য প্রস্তুত করা। তার জন্য দ্বীনি পথে এগোতে হবে।’ তবলিগি জামাতের ইজতেমার মাধ্যমে মানুষকে বাস্তব জীবনে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। সেইসঙ্গে মাওলানা সাদ আখেরি মোনাজাতে বলেন, ‘হে আল্লাহ, সমগ্র জগতকে জ্ঞানের আলোয় আলোকিত করে দাও। সমগ্র ব্রহ্মাণ্ডে শান্তি ও সৌভ্রাতৃত্বের বাতাস বইয়ে দাও। এই শহর, রাজ্য ও দেশ সাফল্য অপার উচ্চতায় নিয়ে যাও। বিশ্বের প্রতিটি মানুষকে সত্য, সততা এবং অধিকার অনুসরণ করার স্বাচ্ছন্দ্য দাও।’ ইজতেমায় যারা অংশগ্রহণ করেছেন, যারা এর ব্যবস্থা করেছেন, যারা এর প্রস্তুতিতে সহায়তা করেছেন তাদের সকল চাহিদা পূরণ করে দিন। দয়া করে সমগ্র বিশ্বে যে ধ্বংসযজ্ঞ আসছে তা থেকে সমস্ত মানুষকে রক্ষা করুন।’ইজতিমা শেষ হওয়ার পর লাখ লাখ মানুষ ভিড় জমান রেলস্টেশন ও বাসস্ট্যান্ডের দিকে। এ কারণে ট্রাফিক ব্যবস্থার পরিবর্তন হয়। ১৮ নভেম্বর থেকে ইজতিমা শুরুর প্রথম দিনে এক হাজার তবলিগি জামাত এলেও ২ দিনে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫ হাজারে। ৩০০ একর এলাকা জুড়ে তৈরি বড় প্যান্ডেলে বিশ্ব ইজতেমা সমাপ্ত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct