সুব্রত রায়, কলকাতা, আপনজন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিযে এবার আরও কঠোর হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে জেলার হাসপাতালগুলি থেকে রোগীকে কলকাতার হাসপাতালে রেফার করার ফলে অনেক সময় মাঝপথে মৃত্যু হয়। তা রুখতে এবার কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমকে শক্ত হাতে মোকাবিলা করার কথা বললেন। সোমবার মূলত রোগী রেফার নিয়েই মুখ্যমন্ত্রী তার ক্ষোভ উগরে দেন। মুখ্যমন্ত্রী এদিন উদ্বেগ প্রকাশ করেন বিশেষত জেলা হাসপাতাল থেকে প্রসূতিদের কলকাতার হাসপাতালে রেফার করা নিয়ে। রেফারের জেরে গর্ভবতীর মৃত্যু হলে যিনি রেফার করবেন দায় তার উপর বর্তাবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তাই গর্ভবতী মহিলাদের কলকাতার হাসপাতালে রেফার করার আগে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
যদিও রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, আগের তুলনায় জেলা থেকে রেফারের হার অনেক কমেছে। আগে যেখানে রেফার করার হার ছিল প্রায় আট শতাংশ তা এখন কমে প্রায় অর্ধেকে দাঁড়িয়েছে। তার দাবি, রেফার সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ করা হচ্ছে। এই ফলে ধরে ধীরে রেফার সমস্যা মিটে যাবে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী ফের স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে সরব হন। তার অভিযোগ এখনও বেশ কিছু বেসরকারি হাসপাতাল স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে অবহেলা করছে। এই অবহেলার ক্ষেত্রে লাইসেন্স বাতিল করার মতো কঠোর হওয়ার নির্দেশ দেন স্বাস্থ্য সচিবকে। অপরদিকে, যারা স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে অপব্যবহার করছে তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, কোনও বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড না নিলে তার লাইসেন্স বাতিল করা হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যসাথীতে ৮ কোটি মানুষ ইতিমধ্যেই নথিভুক্ত হয়েছে। এর মধ্যেই পাঁচ হাজার হাজার কোটি টাকার মূল্যের চিকিৎসা দেওয়া হয়েছে। স্বাস্থ্য সাথী প্রকল্পের অগ্রগতি নিয়ে জেলাশাসকদের প্রতিমাসে জেলা ও ব্লক স্তরের স্বাস্থ্য কর্তাদের সঙ্গে বৈঠক করতেও বলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct