নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: কলকাতার বন্দর এলাকার তারাতলায় এফসিআই গোডাউনের পাশে ভয়াবহ আগুন । ঘটনাস্থলে পাঁচটি ইঞ্জিন। আগুন লাগে গোডাউনের পাশে আবর্জনা থেকে বলে প্রাথমিক তদন্তে অনুমান । সোমবার সকাল ১১:৪০ নাগাদ গার্ডেনরিচের ব্রকলেনে লাগে আগুন। পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণ করে দমকল কর্মীরা। আগুন লাগায় গোডাউনে পাশে থাকা বেশ কয়েকটি ঝুপড়ি ভূষিভূত হয়ে যায় । কিন্তু কোন হতাহতের খবর নেই। প্লাস্টিক থাকায় আগুন ভয়াবহ রূপ নেয়। এর আগেও ওই এলাকায় বেশ কয়েকবার আগুন লাগে। এদিকে বেশ কয়েকটি ঝুপড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যাওয়ায় সেখানকার বাসিন্দাদের ভরসা এখন মাথার ওপর খোলা আকাশ। যে সকল ঝুপড়িবাসীদের সমস্ত কিছু পুড়ে গেছে তাদের অন্যত্র রাখার ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। মূলত অবাঙালি মানুষজনের বাস সেখানে। পুড়ে যাওয়া ঝুপড়িবাসী মিরা কুমারী সংবাদ মাধ্যমকে জানান, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না ।পাশে একটি বিয়ে বাড়ি হচ্ছে, সেখানে তিনি ছিলেন । খবর পেয়ে যখন ছুটে আসেন তখন তার ঝুপড়ি এবং তার ভেতরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনে পুড়ে গিয়ে সব হারানো মানুষ এখন কি করে এই শীতের রাতে খোলা আকাশের নিচে থাকবে এবং কবে তাদের ঝুপড়ি আবার কবে তৈরি হবে তা নিয়ে উঠছে নানা প্রশ্ন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct