জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: ঝালদা পৌরসভায় অনাস্থা সংক্রান্ত তলবী সভা আজ। কলকাতা উচ্চ আদালতের নির্দেশে এই তলবি সভা এড়ানোর আর কোন উপায় নেই শাসক দল তৃণমূলের। এই পরিস্থিতিতে ঝালদা পৌরসভায় ঘাসফুল আর ফুটে থাকবে কিনা তা নিয়েই দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। ১২ টি আসনের এই পৌরসভায় নির্বাচনে পাচঁটি করে আসন পেয়েছিল কংগ্রেস ও তৃণমূল। দুটি আসনে জয়ী হয় নির্দল। প্রথমে দুই নির্দল প্রার্থী তৃণমূলের দিকে থাকলেও এখন তারা হাতের দিকে। স্বাভাবিক ভাবেই দুই নির্দল প্রার্থীর সমর্থন নিয়ে ঝালদা দখলের স্বপ্ন দেখছে কংগ্রেস। দলের অন্যতম নেত্রী তথা ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর পূর্ণিমা কান্দু সরাসরি দাবী করেছেন সোমবার তৃণমূলের বোর্ড পতন হচ্ছে বলে। তবে পালটা দিতে ছাড়েনি তৃণমূলও। ঝালদা শহর তৃণমূল সভাপতি চিরঞ্জীব চন্দ্র স্পষ্ট ভাষায় জানিয়েছেন সোমবার তৃণমূলই থাকবে ঝালদায়। তাদের পৌর বোর্ডকে কোন অবস্থায় সরানো সম্ভব হবে না। আপাতত ঝলদার মানুষ অপেক্ষা করছেন। সোমবার শেষ হাসি কে হাসেন তা দেখার জন্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct