দেবাশীষ পাল, মালদা, আপনজন: কংগ্রেসের উদ্যোগে কেন্দ্র ও রাজ্যের জনবিরোধী নীতি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে রবিবার বিকেলে কালিয়াচকের সুজাপুরে জাতীয়সড়কের পাশে স্টেট ব্যাঙ্ক সংলগ্ন স্থানে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী, প্রাক্তন বিধায়ক ঈশা খান চৌধুরী, মোত্তাকিম আলম, ভূপেন্দ্র হালদার সহ কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব। মোদীর আগেই আত্মনির্ভরতার ভিত গড়েছিলেন কংগ্রেস বলে কংগ্রেসের তরফে বলা হয়। অধীর রঞ্জন চৌধুরী চাছাছৌলা ভাষায় কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমন করেন। অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের অতীত ঐতিহ্য তুলে ধরে বলেন তিনজন প্রধানমন্ত্রী প্রয়াত হয়েছেন। কংগ্রেস দেশের কেন্দ্রের বিরুদ্ধেই সাম্প্রদায়িক শক্তির বিপদ সম্পর্কে অবহিত করেন। দিদি ও মোদী উভয়ে বিভাজনের রাজনীতি করছে বলে অভিযোগ করেন। মানুষকে এনআরসি নামে ভূল বোঝাচ্ছে কেন্দ্র। বিজেপির ১৮ টি রাজ্য রয়েছে সেখানে এমনকি উত্তর প্রদেশে যোগীর সরকার রয়েছে সেখানে কেন এন আর সি হচ্ছে না। আমাদের দেশ ক্ষুধার তালিকায় কোথায় কটাক্ষ করেন। কংগ্রেসে এই দুই শক্তির বিরুদ্ধে কার্যত লড়াই করছে। বিজেপির কাছে কংগ্রেস শত্রু কারণ কংগ্রেসই এই শক্তির বিরুদ্ধে বরাবর লড়াই করছে ভবিষ্যতে করবে। কংগ্রেস ছিল আছে থাকবে। রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করছে আর মোদীজী ভারতকে ভাঙতে চাইছে এটাই মোদী আর রাহুলের তফাত বলে কটাক্ষ করেন। সংখ্যালঘুদের সতর্ক করেন তিনি । গনির জেলা মালদার সুজাপুরে ভাষণে সকলেই গনির নাম উচ্চারণ করে দেশের জন্য কংগ্রেসের কী কী অবদান ছিল তা তুলে ধরেন। দীর্ঘক্ষন ভাষণ দেন। দীর্ঘক্ষন ভাষণে দেশের বর্তমান পরিস্থিতি, বাংলার উন্নয়ন, গনিখান, ভাঙন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিভিন্ন দিক তুলে ধরে কংগ্রেসকে শক্তিশালী করার ডাক দেন। এদিন সভায় আসেন বিকেল চারটে নাগাদ। সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। দু দফায় দীর্ঘ ভাষণ দেন। ভাষণ চলাকালীন মাগরিবের আজান এর জন্য ভাষণ সাময়িক বন্ধ রাখেন । তারপর নমাজ শেষ হলে ফের ভাষণ মঞ্চে ওঠেন দীর্ঘ সময় ধরে ভাষণ চালিয়ে যান। সভায় আগামীতে এই সমাবেশ কতটা পঞ্চায়েত নির্বাচনে ও রাজনৈতিক শক্তির বৃদ্ধি ঘটবে ও প্রভাব পড়ে তা সময় বলবে তবে সভার ভিড় যে কংগ্রেসকে উজ্জীবিত করবে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct