মাহাবুব খান, কলকাতা, আপনজন: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নোটিশ অনুযায়ী আগামী ১১ই ডিসেম্বর প্রাইমারী টেট পরীক্ষা। আর তার জন্য সারা বাংলা জুড়ে পরীক্ষার্থীদের মধ্যে প্রস্তুতি তুঙ্গে। যদিও আমরা দেখতে পাচ্ছি বইপাড়ার বই কেনার ঢল চোখে পড়ার মতো সাথে বিভিন্ন কোচিং সেন্টারে কোচিং এবং এই ক্ষেত্রেও পিছিয়ে নেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কারমাইকেল হোস্টেলের ছাত্রদের প্রস্তুতিতে। কারমাইকেল হোস্টেলের মেস কমিটির সদস্যরা এবং সিনিয়াররা মিলে রবিবার একটি মকটেস্ট-এর বন্দোবস্ত করেন। মকটেস্টের প্রধান উদ্যোক্তা কারমাইকেল হোস্টেলের জেনারেল সেক্রেটারি আলাউদ্দিন সেখ এবং মেস কমিটি। তিনি বলেন, মকটেস্টের আয়োজন করতে পেরে সত্যি খুব ভালো লাগছে,আর এটা সম্পূর্ণ করতে যাদের নাম না বললেই না কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষক রিঙ্কু সেখ এবং তৌসিফ আহাম্মেদ সহ হোস্টেলের প্রাক্তনীরা ছাড়া হয়তো কোনোভাবেই করে উঠতে পারতাম না। কারমাইকেল হোস্টেলের সুপার কবিশেখর স্যার প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন। তিনি বলেন-হোস্টেলের ছাত্রদের এমন শিক্ষামূলক কাজ দেখে অত্যন্ত আনন্দ হচ্ছে ও সবার প্রতি আশীর্বাদ রইল। সাফল্য কামনা করুক।তিনি আরো বলেন-আমরা এই মকটেস্টের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কৃত করবো এবং আশা রাখি পূর্ববর্তীতে কারমাইকেল হোস্টেল যেভাবে বিভিন্ন কল্যানমুলক কাজ করে এসেছে পরবর্তীতেও আরো বেশি বেশি কাজ করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct