পৃথিবীর মাটি
বাহাউদ্দিন সেখ
পৃথিবীর মাটি — এখন চৌচির হতে হতে
ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে ,
চিৎকার শোনা যাচ্ছে ! গাছপালা পশুপাখির।
মাটির রন্ধ্রে স্তরে স্তরে এক ফোটাও জল নেই!
গাছগুলি একত্রিত করে দাঁড়িয়ে— বৃষ্টির
এক ফোটা জলের আশায়।
কিন্তু , আকাশে মেঘের কোন ছায়া নেই ,
মাটি মৃত্তিকায় বৃষ্টির কোন জল নেই।
মাটি বৈশাখের রোদ্রে চৌচির ফেটে যাওয়া ,
গাছপালা পশুপাখি খোঁজে যায় আত্ম চেতনা!
“চৌচির মাটিতে— গাছগুলো কঙ্কাল ,
সেই কঙ্কাল গাছে ,পশুপাখিও আত্মহারা।”
খোঁজে যায় এক ফোটা জলের সন্ধান ,
কত আত্মহারা ; পশুপাখি গাছপালা কত প্রাণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct