ধর্মদ্বেষের আগুন
সুরাবুদ্দিন সেখ
এই পৃথিবীর চলছে বুকে ধূসর রঙের রাজ
রূপের গাঙে কালো স্রোত বইছে দেখো আজ,
ধর্ম করো কর্ম করো হিংসা ছাড়ো ভাই
হিংসা দিয়ে মারামারি ধর্মে নাহি ঠাঁই।
অগ্নি তোমার খুব নিকটে নেভাওনা কেন তবে
বিশ্ব যেদিন ভস্ম হবে আর কিছু কি রবে!
ধর্ম তোমার হাতিয়ার ধার্মিক তুমি নও
ধর্মজয়ের উচ্ছ্বাসে হত্যাগীতি গাও।
বাস্তবায়িত হবেনা ভাই তোমার জয়ের আশা
সত্যপথে না চললে হবে সর্বনাশা,
ঘি ঢেলে দাও জ্বলন্ত আঁচে কেমন মানুষ তুমি!
তোমার তরে জ্বলতে পারে গোটা বিশ্বভূমি।
ধর্ম থাকুক অন্তরে হিংসা দিয়ে নয়
মানবপ্রেমে জাগলে পরে হবে ধর্মের জয়,
নয়ন মেলে যেদিক তাকাও জ্বলছে ধর্মদ্বেষে
আমারও ঘর জ্বলতে পারে হয়ত সবার শেষে।
সংখ্যালঘুর কাছে ঘোরে আতঙ্কেরই ছায়া
তোমার পদে পিষ্ট হয় হাজার হাজার কায়া,
পবিত্র করো মনের দুয়ার উজ্জ্বল হবে ধরা
ধূসর রং কেটে যাবে বইবে শান্তির ধারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct