নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: আসন্ন ৩৪তম মালদা জেলা বইমেলার উদ্বোধন করতে পারেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এখনও মন্ত্রী চূড়ান্ত সিন্ধান্ত জানাননি। এবার জেলা বইমেলা ব্যাপকারে হতে চলেছে। করোনা পরিস্থিতিতে গত দু’বছর সাদামাঠাভাবে বইমেলা অনুষ্ঠিত হয়। এবার বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। পাশাপাশি আসন্ন ৩৪তম বইমেলার উদ্বোধন করতে পারেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জেলা বইমেলা আগামী বছরের ১৯-২৬ জানুয়ারি। এই মর্মে শুক্রবার রাজ্য জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগারের উদ্যোগে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে গ্রন্থাগার বিষয়ক নীতি নির্ধারক কমিটি, স্থানীয় লাইব্রেরি প্রতিনিধিরা হাজির ছিলেন। গতবারের মতো এবারও রামকৃষ্ণ মাঠে বইমেলা অনুষ্ঠিত হবে। আগামী ২৯ নভেম্বর সম্ভাব্য মাঠ পরিদর্শন করা হবে। বুক ও ননবুক স্টল থাকছে ২০০-র ওপর। এদিন জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়ার নেতৃত্বে জেলা প্রশাসনিক ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। জেলাশাসক ছাড়াও হাজির ছিলেন অতিরিক্ত জেলাশাসক জামিল ফাতেমা জেবা, গ্রন্থাগার বিষয়ক নীতি নির্ধারক কমিটির সদস্য নজরুল ইসলাম, জেলা গ্রন্থাগারিক দেবব্রত দাস, জনশিক্ষা প্রসার আধিকারিক সঙ্গীতসুন্দর মণ্ডল, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শাশ্বতি সাহা প্রমুখ। এদিন জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া বলেন, ‘বইমেলার স্টল, বুক ও নন বুক স্টল-সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। বইমেলায় প্রবেশ মূল্য থাকছে না। আমরা চাই বেশি বেশি করে মানুষ বইমেলায় অংশগ্রহণ করুক। আশা করছি এবার ব্যাপক ভিড় হবে বইমেলায়।’ নীতি নির্ধারক কমিটির সদস্য নজরুল ইসলাম জানান, ‘বইমেলা নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দু’বছর করোনা আবহ কাটিয়ে এবার জমজমাট বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে। মানুষকে আরো বইমুখী করার জন্য ভাবনাচিন্তা করা হচ্ছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct