নবীন
সাহারুখ মোল্লা
আসিছে এ নন্দকাননে
বিদ্যা পিপাসু ভ্রমর,
খোলো দ্বার উন্মুক্ত করো ধাম,
আসিছে শহর নগর ছাড়ি বন্দর।
খুলিয়া দাও সব জানালা
দখিনা বাতাস বয়ে যাক,
উন্মুক্ত শিক্ষার আঙিনায়
তাহারা নতুন চেতনা পাক।
স্বপ্ন গুলো সবার মাঝে
স্বযত্নে হোক লালন,
নব আমার সে নবীন
লক্ষ্যে স্থীরতা হোক পালন।
এ মধুর স্মৃতি বিজড়িত
সময়ের সন্ধিক্ষণে,
আলসেমি হোক বিতাড়িত
নতুন ভবিষ্যতের সন্ধানে।
পুষ্পের বেশে যদি হতে চাও প্রকাশ
ভুলিয়া যাও বাল্য কৈশর স্মৃতি,
জীবন সংগ্রাম সুদূরপ্রসারী
ভাবিওনা এখানেই ইতি।
হেলায় অবহেলায় আর
করিওনা এ জীবন ধ্বংস,
বিজয়ী পতাকা করিও উড্ডীন,
প্রতিযোগিতায় নিও অংশ।
প্রতিভা আছে যেথায় যত
ফুটিও সেথায় গোলাপ পাপড়ি,
গোলাপ মালা গাঁথিও সবে
থাকিও ভবে শান্তির কান্ডারি।
ওহে মোর যত নবাগত
আসিছো শিক্ষার ভ্রমর হয়ে,
নবরুপে সাজিয়া লাও জীবন,
থাকিবে না এ সময় বন্দি হয়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct