অপুদের টিভি নেই
আব্দুর রহমান
চারিদিক গোল গোল বলে চিৎকার ভেসে আসছে। পাশের বাসায় দৌড়ে ঢুকতে চাইলো অপু এবং ওর বোন লাবনী। কিন্তু দরজাতো আটকানো-তাই ঢুকতে পারলোনা ওরা! বিশ্বকাপ ফুটবল খেলাটা দেখার জন্য মনটা টুনটুনি পাখির মতো- ছটফট করছে ছোট্ট দুই ভাইবোনের। কিন্তু, কী করবে ওরা? ওদের ঘরেতো টিভি নেই! আর থাকবেই বা কেমন করে। কোন রকম পেটের ভাত জোগাড় করতেই, ওদের মাকে কাজ করতে হয় সারাটা দিন মানুষের বাসায়..। এদিকে গতবছর ওর বাবাও মারাগেছে। সমস্ত সংসারের চাপটা এখন মায়ের উপর। তারপরও ওদের মা ওদেরকে অনেক কষ্ট করে স্কুলে ভর্তি করে দিয়েছে। এর চেয়ে বেশি কী বা করতে পারে বেচারী। ছোট্ট হলেও অপু সেটা বুঝতে পারে। তাই চুপ করে বোনটাকে বুঝিয়ে-শুনিয়ে ঘরে ফিরে এলো।এদিকে চারিদিকে সবার বাড়ী বাড়ী প্রিয় দলের পতাকা উড়ছে, সাথে দেয়ালে ঝুলছে মেসি-নেইমারদের ছবি। তাই দেখে অপুর বোনটাও আবদার করে বসলো। কিন্তু ওর মা তো এসব কিনে দিতে পারবেনা। তাই খাতা থেকে একটি কাগজ ছিঁড়ে তাতে প্রিয় দলের নামটি সুন্দর করে লিখেছে অপু এবং কলম দিয়ে ছবিও আঁকলো তাতে। সেটা নিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিলো ওদের টিনের ঘরের দরজায়। আর এটুকুতেই ওর বোনটা মহাখুশি! আর আনন্দে নাচতে শুরু করলো..।
ঠিক তখন রাস্তার পাশ দিয়ে বাসায় ফিরছিলো পাশের বাসার নাসির সাহেব। উনার বাসাতেই আবার অপুদের মা কাজ করে। দুইভাইবোনের কান্ড দেখে দাঁড়িয়ে পড়লো সে। হাতে আঁকা ছবিটি দেখে খুব খুশি হলেন তিনি। এবার জিজ্ঞেস করলেন,”তোমরা খেলায়াড়দের এতো ভালোবাসো! তবে ওদের খেলা না দেখে বাহিরে ঘুরছো কেন? যাও ঘরে গিয়ে খেলা দেখো।” দুই ভাইবোন কাঁদো কাঁদো চোখে ফেল ফেল করে তাকিয়ে রইলো নাসির সাহেবের দিকে। অবশেষে লাবনীটা একপর্যায় কেঁদেই ফেললো এবং বললো, “আঙ্কেল আমরাতো গরীব- আমাদের ঘরেতো টিভি নেই, আমরা কিভাবে খেলা দেখবো।”এবার পরিস্কার হলো নাসির সাহেবের কাছে সবকিছু। বুঝতে পারলো ওদের মনে লুকিয়ে থাকা কষ্টটা। তাইতো সে বললো,” আরে তোমাদের বাসায় টিভি নেই তাতে কি হয়েছে! আমাদের বাসায়তো টিভি আছে। চলো চলো আমরা সবাই একসাথে বসে খেলা দেখবো। একসাথে বসে খেলা দেখার মজাটাইতো আলাদা।” এবার আনন্দে হেসে ফেললো দুই ভাইবোন। ওরাও খেলা দেখতে শুরু করলো। আর সবার মতো গোল গোল বলে আনন্দে মেতে উঠলো। নিজের এমন সন্তানদের হাসিমুখ দেখে অপুদের মাও খুব খুশি হলো এবং সবার হাতে হাতে চা-বিস্কিট দিতে রইলো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct