রক্তের হোলি
ইনজামুল সেখ
অন্ধকারাচ্ছন্ন এই সমাজে আজ চলছে স্বার্থ বিরোধী খেলা।
‘’নানা ওরা অন্ধ না ,
স্বার্থের জন্য চোখে ঠুলি পড়ে আছে।
আজ তাদের জাগে না বিবেক,
হৃদয় করিয়াছে পাথরের ন্যায়।
শুধু নিজে স্বার্থের জন্য
খেলে চলেছে তারা নানা রঙ্গের খেলা,
“না - না, এ কোনো দোলযাত্রার খুশির আবির রং নয় ,
এ হলো মানুষের- মানুষের রক্তের রঙ্গের খেলা ।
এই সমাজ কে দাবার গুটি বানিয়ে খেলছে খালা,
জাত- পাত, সমাজ ধর্ম ,
বিভেদ দ্বন্দ্ব, করছে যুদ্ধ, খেলছে ধর্ম নিয়ে খালা,
গোরছে দাঙ্গা পুরীর নানা খালা ।
চারিদিকে আজ শুধু হোলি খেলা ,
রক্তের লাল রঙেতে বইছে গঙ্গা নদী ।
মানুষ আজ পশু হয়েছে,
হারিয়েছে মনুষত্ব, নেই তাদের মন,
কারোর দুঃখে, করেনা হাহাকার
তাদের মন,
“জাগেনা আজ তাদের বিবেক;
পরিণত হয়েছে পাথরে।
স্বার্থের সাগরের দাবা খেলাতে,
ডুবে গেছে, “এ সমাজের মানুষ;।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct