রহমতুল্লাহ, সাগরদিঘী, আপনজন: মুর্শিদাবাদের সাগরদিঘীর কাবিলপুর উচ্চ বিদ্যালয়ে দুর্নীতিমুক্ত নাগরিক মঞ্চের উদ্যোগে একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়। নির্ধারিত আলোচ্য বিষয় ছিল ‘দুর্নীতিমুক্ত রাজনীতি কিভাবে’ ? মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন আইপিএস অফিসার ড: নজরুল ইসলাম । তিনি দীর্ঘক্ষণ উক্ত আলোচ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন। এবং উপস্থিত জনগণ কে প্রশ্ন করার সুযোগ করে দেন। প্রশ্নোত্তর পর্ব চলে বেশ কিছুক্ষণ ধরে। তিনি তার নিজের জীবনকে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপিত করে বলেন যে, দুর্নীতিমুক্ত রাজনীতি সম্ভব। তিনি বলেন -তার দীর্ঘ কর্মজীবনে তিনি কোনদিনই দুর্নীতির সঙ্গে আপোষ করেননি ।তার মত সকল অফিসাররা যদি নিজে সৎ হয়, দুর্নীতিমুক্ত হয়, তবে তার নিচের লেভেলের অফিসাররা দুর্নীতিযুক্ত হতে সাহস পাবে না । সর্বোপরি সাধারণ জনগণকে সচেতন হতে হবে। দুর্নীতিতে যুক্ত প্রার্থীদের ভোট দান থেকে বিরত থাকতে হবে ।তুলনামূলকভাবে স্বচ্ছ ভাব মূর্তির প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। একজনের প্রশ্নের উত্তরে তিনি বলেন যে আমাদের দেশের আইন, সংবিধান ও বিচার ব্যবস্থা খুব ভালো। কিন্তু যারা আইনের শাসন প্রতিষ্ঠা করবে ,তারা বেশিরভাগই দুর্নীতিগ্রস্ত ।যারা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত তারাও অনেকে দুর্নীতিগ্রস্ত। তাই ইচ্ছাকৃত ভাবে বিচারব্যবস্থাকে প্রলম্বিত করে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তায়েদুল ইসলাম, মনভোলা চৌধুরী, মতিউর রহমান, গোলাম কিবরিয়া,আব্দুল লতিফ আরো অনেকে। অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন মনিরুজ্জামান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct