আপনজন ডেস্ক: ৬১, ১০৫, ৮০– এর পর আজ করলেন ৯৪ রান। পঞ্চাশ ওভারের সংস্করণটা যে স্টিভ স্মিথ ভালোই উপভোগ করছেন তা নিঃসন্দেহে বলা যায়। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের পর স্মিথ অবশ্য নিজেই বলেছিলেন, গত ছয় বছরের মধ্যে এখনই তিনি সবচেয়ে ভালো অবস্থায় আছেন।ইংল্যান্ডের বিপক্ষে আজ অবশ্য শুধু স্মিথই জ্বলে ওঠেননি, দল হিসেবেই পারফর্ম করে জিতেছে অস্ট্রেলিয়া। স্মিথ, মারনাস লাবুশেন, মিচেল মার্শের ফিফটির পর মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পার দারুন বোলিংয়ে টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নদের ৭২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচেই জিতে সিরিজ জয় নিশ্চিত করল তারা। অ্যারন ফিঞ্চ অবসরে যাওয়ার পর অস্ট্রেলিয়ার এটি দ্বিতীয় ওয়ানডে। আগের ম্যাচেই ওয়ানডে অধিনায়কত্বের মেয়াদ শুরু করা প্যাট কামিন্স ছিলেন বিশ্রামে। তাঁর জায়গায় অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করেছেন আরেক পেসার জস হ্যাজলউড। বিশ্রাম দেওয়া হয়েছিল ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক জস বাটলারকেও। ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন সহ-অধিনায়ক মঈন আলী। সিডনিতে প্রথমে ব্যাট করতে নেমে আগের ওয়ানডতে অর্ধশতক করা দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রেভিস হেড ইনিংস বড় করতে পারেননি। প্রথম ১০ ওভারের মধ্যেই দুই ওপেনারের বিদায়ের পর ইনিংসের হাল ধরে স্মিথ ও লাবুশেন গড়েন ১০১ রানের জুটি। দুজনই ফেরেন আদিল রশিদের শিকার হয়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct