সুব্রত রায়, কলকাতা, আপনজন: গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর আদালতে আত্মসমর্পণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা । শনিবার তুফানগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন কেন্দ্রীয় মন্ত্রী । ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিধিভঙ্গের অভিযোগে জন বার্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল তুফানগঞ্জ আদালত। বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার নামে গত ১৫ নভেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করে তুফানগঞ্জ আদালত। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০১৯ সালে লোকসভা ভোটে নির্বাচনী বিধি লাগু থাকলেও বিধি ভেঙে বাইক র্যালির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। নির্বাচনী প্রচারে অনুমতি না নিয়ে বাইক র্যালি করার অভিযোগ ওঠে জন বার্লার বিরুদ্ধে। এরপর বিষয়টি নিয়ে বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের হয়। পরে আদালতের নির্দেশে তাঁর বিরুদ্ধে মামলা করে পুলিশ। এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে সমন পাঠানো হয়। কিন্তু গত ১৫ তারিখে তিনি আদালতে হাজিরা দেননি। এরপর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তুফানগঞ্জ আদালত। প্রসঙ্গত বিজেপির আরেক কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক -কেও সমন পাঠায় আদালত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের নামে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। আলিপুরদুয়ার ও বীরপাড়ায় দুটি সোনার দোকানের চুরির অভিযোগপত্রে নাম আছে নিশীথের। তিনি আদালতে হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। সবমিলিয়ে বিজেপির দুই মন্ত্রীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় জোর চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে। অবশেষে শনিবার আত্মসমর্পণ করলেন জন বার্লা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct