কুতুব উদ্দিন মোল্লা, বাসন্তী, আপনজন: দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানার অন্তর্গত বাসন্তীর নফরগঞ্জ এলাকায়। আগামী ভবিষ্যত মাতৃগর্ভে বেড়ে ওঠা শিশুরাই।শিশু উৎসব পালনের পাশাপাশি ভুমিষ্ট হওয়ার আগে, মাতৃগর্ভে তারা যাতে হৃষ্টপুষ্ট হয়ে বেড়ে ওঠে এবং মা ও যাতে সুস্থ থাকতে পারেন তারই উদ্যোগ গ্রহণ করল ব্রেথওয়েট, বান্ধব শিয়ালদহ ও কর্ণেল ভূপাল লাহিড়ী মেমোরিয়াল। দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী ব্লকের নফরগঞ্জ এলাকায় এই তিন সংস্থার উদ্যোগে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সেখানে সন্তান সম্ভবা মায়েরা ভবিষ্যত প্রজন্মের জন্য কি কি করবেন আর কি কি করবেন না সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশ ্রহণ করেন এলাকার প্রায় ২৫ জন সন্তান সম্ভবা মায়েরা।
মূলত অপুষ্টির কারণে বিভিন্ন রোগে প্রতিবছরই প্রচুর সংখ্যক শিশুর মৃত্যু ঘটে। মৃত্যু হয় মা এর ও।যাতে করে শিশু ও মাতৃ মৃত্যুর হাত থেকে মা ও তার সন্তান যাতে সুস্থ ভাবে পৃথিবীতে বেড়ে উঠতে পারে তারই উদ্যোগ গ্রহণ করেছেন এই তিন সংস্থা। অনুষ্ঠান শেষে ২৫ জন সন্তান সম্ভবা মায়েদের কে পুষ্টির জন্য এক মাসের পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয় এদিনে অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। পাশাপাশি ভবিষ্যত প্রজন্মের আগে সন্তান সম্ভবা মায়েদের সুষম আহার কিংবা পুষ্টিকর খাবার প্রায় জোটেনা বললেই চলে। ফলে শিশু ও মা দুজনে অপুষ্ট রয়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় ফলে মৃত্যু হতে পারে মা ও তার গর্ভস্থ সন্তান।যাতে করে আমাদের ভবিষ্যত প্রজন্মের কোন প্রকার ঝুঁকি না থাকে তার জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাক্তন শিক্ষক তথা কর্ণেল ভূপাল লাহিড়ী মেমোরিয়ালের সম্পাদক বিবেকানন্দ পাল বলেন, আগামী দিনে সুন্দরবন এলাকার সমস্ত সন্তান সম্ভবা মায়েদের কাছে যাতে আমরা এমন পুষ্টিকর খাবার তুলে দিতে পারি তা নিয়ে আমরা অযগীকার বদ্ধ।’ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্ধব শিয়ালদহ এর সম্পাদক রাজীর রায়, ডাঃ আশীষ প্রধান, অভিজিৎ কুমার, কমিউনিটি হেলথ অফিসার অর্পিতা নায়েক, এনাক্ষী বসু, সুতপা প্রামানিক সহ বিশিষ্টজনেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct