নকিব উদ্দিন গাজী, ডায়মন্ডহারবার, আপনজন: রাতারাতি ভাগ্য খুলল পাঁচ মৎস্যজীবীর জালে পড়ল প্রায় ২ লক্ষ টাকারও বেশি নড়ে ভোলা মাছ। গতকাল সন্ধ্যায় হুগলি নদীতে মাছ ধরতে গিয়েছিল পাঁচজন মৎস্যজীবী ওরা তো ডায়মন্ড হারবার হুগলি নদীর নয়াচারের কাছে রাত্রি দশটা নাগাদ তাদের জালে পড়ে প্রায় পাঁচ ফুট লম্বা ১৮ পিস নড়ে ভোলা মাছ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২লক্ষ টাকারও বেশি। মূলত কুলপি বিধানসভার রাঙা ফলা, জমাদার পাড়া, এলাকার মৎস্যজীবী এনারা। মাতিন, মকবুল মাতাউল্লাহ প্রত্যেক দিনের মতন হুগলি নদীতে মাছ ধরতে যায়। জাল পেতে নৌকার উপরে বসে ছিল কয়েক ঘন্টা ব্যবধানের মধ্যেই জালে ওঠে ১৮টি নেড়ে ভোলা, আনুমানিক যার ওজন এক একটা কুড়ি কেজি, দৈর্ঘ্য পাঁচ ফুটের প্রায়। এক একটি মাছ এক লক্ষ টাকার বেশি বিক্রি হবে বলে জানা যায়।
সেই মাছগুলি জালবন্দী হওয়ার পরই বৃহস্পতিবার সকালবেলা নিয়ে আসা হয় ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজার মৎস্য আরোতে। আর সকাল থেকেই সেই মাছ দেখতে এলাকায় ভিড় জমিয়ে ছিল বহু স্থানীয় বাসিন্দারা। আর জালে এমন ধরনের মাছপাড়া খুশি এলাকার মৎস্যজীবীরা। মূলত এ ধরনের মাছ একসাথে সচার আচার দেখা যায় না এই মাছের পটকা অতি মূল্যবান সেই কারণে এতই দাম পটকা ঔষধ এর ব্যবহার করা হয়। তাই মাছের থেকে পটকার দাম অনেকটাই এ যেন ভাগ্যের চাকা ঘুরিয়ে দিল ওই পাঁচ মৎস্যজীবীদের জীবন দীর্ঘ কয়েক বছর ধরে এভাবে মাছ ধরলেও একসঙ্গে এত এই প্রজাতির ভোলা মাছ পায়নি তাই এবারে অনেকটাই খুশি এইসব মৎস্যজীবী পরিবার
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct