নিজস্ব প্রতিবেদক, নদিয়া, আপনজন: সমস্ত চিটফান্ড আমানতকারীদের অর্থ অবিলম্বে ফেরতের দাবি সহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাড়াও মোট ছয় দফা দাবীতে শুক্রবার দুপুরে পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন অল বেঙ্গল চিট ফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই দিন দুপুরে নদীয়ার কৃষ্ণনগরে এক পথসভায় অংশগ্রহণ করেন বিক্ষোভকারীরা। এরপর শহরের প্রাণকেন্দ্র সদর হাসপাতাল মোড়ে বারোটা থেকে একটা এক ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা। বিগত লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন নির্বাচনী জনসভায় সাধারণ চিটফান্ড আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি তৎকালীন সময়ে রাজ্যের পক্ষ থেকে শ্যামল সেন কমিশন গঠন করা হয়েছিল আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য। এরপর চার বছর কেটে গেল আজও কোন আমানতকারী তাদের টাকা ফেরত পাননি। মূলত তারই জন্য সাধারণ চিটফান্ড আমানতকারীদের টাকা অবিলম্বে ফেরত দেওয়ার পাশাপাশি এজেন্টদের সুরক্ষার দাবি তুলে এই দিন রাজ্যের পাশাপাশি কৃষ্ণনগরেও বিক্ষোভ কর্মসূচি পালন করেন অল বেঙ্গল চিট ফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। পথ অবরোধ ছাড়াও এই দিন জাতীয় সড়ক ও রেল অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বলে জানান বিক্ষোভকারীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct