নেতার নেতৃত্ব মানিয়া চলা মনুষ্য জাতির স্বভাবজাত ধর্ম। কিছু লোক জাতির নেতা হইবেন। বাকি সাধারণ মানুষ তাহাদের পশ্চাদে ঘুরিবেন, ইহাই দুনিয়াব্যাপী প্রচলিত বিধি। কখনো কখনো নেতার উচ্চাকাঙ্ক্ষা সাধারণ মানুষকে অবোধ বালকের ন্যায় বশীভূত করিয়া দেশ হইতে দেশান্তরে ছুটাইয়া ফিরিয়াছেন, মানুষের দ্বারা মানুষের রক্তে হাত রাঙাইয়াছেন, মানুষ হত্যা করিয়া রক্তের ফোয়ারা দেখিয়া তৃপ্তি লাভ করিয়াছেন। সাধারণ মানুষ সাধারণ মানুষকে সংহারক বনিয়াছেন। যুদ্ধ লইয়া লিখিয়াছেন ইসহাক মাদানি। আজ শেষ কিস্তি।
মুর লং এর যুদ্ধাভিযানে যে সংখ্যায় প্রাণহানি ঘটিয়াছিল । (1370-1405 AD) “Scholars estimate that his military campaigns cause death of 17 million people, amounting to about 5% of the world population at the time.”(en.n.wikipedia.org).
প্রথম বিশ্বযুদ্ধে প্রাণহানির সংখ্যা নিম্ন রূপ——(১৯১৪-১৯১৮)
“The total number of military and civilian casualties in First World War was around 40 million. There were 20 million death and 21 million wounded. “ ( https:// www. Brittany a.com) (দু কোটি মারা যায় এবং দু কোটি দশ লাখ আহত হয়।)
দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণহীনির সংখ্যা নিম্নরূপ (১৯৩৯-১৯৪৫):
এ্যাডলফ হিটলার ১৯৩৯খ্রিষ্টাব্দের ১লা সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়।(www.britannica.com)
দ্বিতীয় বিশ্বযুদ্ধে মোট প্রাণহানির সংখ্যা নিম্নরূপ:
World war 2nd was the deadliest military conflict in history. An estimated total of 70 to 85 million people perished or about 30% of the 1940 world population (est 2.3 billion)(wikipedia)
(৭) সাত থেকে (৮.৫)সাড়ে আট কোটি লোক মারা যায়। তখনকার যুগে পৃথিবীর জনসংখ্যার যা প্রায় ৩%।
ইউক্রেন যুদ্ধে(যাহা বর্তমানে চলিতেছে) এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা—
“The most senior US general estimated that around 100000 Russian and 100000 Ukrainian soldiers have been killed or injured in the war of Ukrane .General mark milley chairman of the US joint chief of staff also suggested that around forty thousand 40000 civilian had died after being caught upon the conflict.” (https//www.bbc.com)
(বণিকদের অর্থ সম্পদ লইয়া কারবার/রাজাদের মানুষ লইয়া কারবার।মানব লইয়া কারবার হোক মানবতা প্রতিষ্ঠার জন্য, ভুভুক্ষদের মুখে অন্ন যোগানোর জন্য, সুন্দর নির্মল দেশ গড়ার জন্য ইহাই সুশীল সমাজের দাবি। (হে বিশ্ববিধাতা মহান স্রষ্টা তুমি সকলকে সুমতি দাও।) (সমাপ্ত...)
লেখক বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও প্রাবন্ধিক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct