আপনজন ডেস্ক: গ্রীষ্মকালীন দলবদলে আসলেই কি ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে কেউ নিতে চায়নি? ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়নস লিগে জায়গা করতে না পারায় রোনাল্ডোর হতাশা ছিল স্পষ্ট। ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় খেলতে নতুন ঠিকানাও খুঁজেছিলেন। তাঁর এজেন্ট হোর্হে মেন্দেজ যোগাযোগ করেছিলেন বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, চেলসিসহ বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে। ওই সময় ইউরোপের কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, কোনো ক্লাবই রোনাল্ডোকে কিনতে চায়নি।
তবে রোনাল্ডোর দাবি, খবরটা ভুল ছিল। টক টিভির ‘পিয়ার্স মরগান আনসেন্সরড’ অনুষ্ঠানে অংশ নিয়ে সাম্প্রতিক সময়ের বেশ কিছু বিষয় খোলাসা করেছেন রোনাল্ডো। এর মধ্যে ছিল গ্রীষ্মকালীন মৌসুমে তাঁর দলবদল প্রসঙ্গও। সৌদি আরবের আল হিলাল ক্লাবের প্রেসিডেন্ট ফাহাদ বিন নাফেল দাবি করেছিলেন, রোনাল্ডোকে তাঁরা দলে ভেড়াতে চেয়েছিলেন। কথাটি সত্য কি না, জিজ্ঞেস করা হলে রোনাল্ডো বলেন, ‘হ্যাঁ, সত্যি। তবে সংবাদমাধ্যম তখন ফালতু কথা বলে যাচ্ছিল। আমাকে নাকি কেউ চায় না। সম্পূর্ণ ভুল কথা।’ রোনাল্ডোকে দুই বছরের চুক্তিতে ৩৫ কোটি ইউরো দিতে চেয়েছিল আল হিলাল। চুক্তিবদ্ধ হলে রোনাল্ডোই হতেন ফুটবলবিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার। মরগানের অনুষ্ঠানে রোনাল্ডো দাবি করে,ন শুধু সৌদির ক্লাবই নয়, আরও কিছু দল তাঁকে দলে নিতে চেয়েছিল, ‘তারা (সংবাদমাধ্যম) বলেছিল অনেক প্রেসিডেন্ট এবং ডিরেক্টররা আমাকে ফিরিয়ে দেওয়ার কথা বলেছে। এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ, এ রকম কিছু ঘটেইনি। আমাকে অনেকগুলো ক্লাব, অনেকগুলো নয়, কয়েকটি ক্লাব চুক্তিবদ্ধ করতে চেয়েছিল। কিন্তু আমি যাইনি। এখানেই স্বস্তিবোধ করি।’ সর্বশেষ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ভালো ছন্দে ছিলেন উল্লেখ করে রোনাল্ডো বলেন, ‘যে খেলোয়াড়টি আগের বছর ৩২ গোল করেছে, তাকে কেউ না চায় কীভাবে?’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct