আপনজন ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ভারতীয় ক্রিকেট দল। আর সেই ছিটকে যাওয়ার পিছনে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে সেমিফাইনালে হার। এই হার যে কোনওভাবেই মেনে নেওয়অ যায় না তা বুঝিয়ে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এই পরাজয়ের পরে বিসিসিআই চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে বাতিল করে দিল। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বেরিয়ে যাওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে, বিসিসিআই প্রধান নির্বাচক চেতন শর্মার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল। বিশ্বকাপ থেকে ভারতের বিদায় নেওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ড নির্বাচকদের প্রতি খুব অসন্তুষ্ট হওয়ায় তাদেরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল। এর ফলে শূন্য হয়ে পড়ল পাঁচজন নির্বাচকের পদ। যদিও সেই শূন্য পদ পূরণের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েঠে। বিসিসিআই জানিয়েছে, জাতীয় নির্বাচকদের পদের জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের তাদের আবেদন বিবেচনা করার জন্য নিম্নলিখিত মানদণ্ড পূরণ করতে হবে। ক) ৭টি টেস্ট ম্যাচ; বা খ) ৩০টি প্রথম শ্রেণীর ম্যাচ; বা গ) ১০টি ওডিআই এবং ২০টি প্রথম শ্রেণীর ম্যাচ।
এছাড়া আরও শর্ত রাখা হয়েছে, অন্তত ৫ বছর আগে খেলা থেকে অবসর নেওয়া। কোনও ব্যক্তি যিনি ৫ বছর ধরে কোনো ক্রিকেট কমিটির সদস্য ছিলেন তিনি নির্বাচন কমিটির সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারবেন না। এই আবেদনপত্র জমা করবে ২৮ নভেম্বরের মধ্যে। উল্লেখ্য. শেষ বার ২০১৩ সালে আইসিসি-র কোনও টুর্নামেন্ট জিতেছিল ভারত। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। এরপর থেকে সেমিফাইনাল, ফাইনাল অবধিই আটকে থেকেছে ভারত। যার জেরেই এমন অভাবনীয় সিদ্ধান্ত নিতে বাধ্য হল বোর্ড। চেতন শর্মার নেতৃত্বে দল নির্বাচন কমিটিতে ছিলেন হরবিন্দর সিং, সুনীল যোশী, দেবাশিস মোহান্তি। ওয়েস্ট জোন থেকে কোনও প্রতিনিধি ছিলেন না। সাম্প্রতিক সময়ের নিরিখে বলা যায়, এত কম সময়ের মধ্যে নির্বাচন কমিটিই বরখাস্ত করা দেখা যায়নি। এই কমিটির কেউ বা ২০২০তে এসেছেন, অনেকে ২০২১ এ। তাতে কিন্তু ভারতীয় ক্রিকেটের চেহারা বদলায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct