নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতি কাণ্ড সিবিআই তদন্তের ওপর একপ্রকার ক্ষোভ প্রকাশ করে 'সিট'-এ বদল এনেছিলেন। এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ডিআইজি অখিলেশ সিং-কে 'সিট'-এর প্রধান করা হয়েছিল। তবে অখিলেশ সিং-এর বদল চেয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে সিবিআই। কেননা অখিলেশ সিং আসামে গেছেন বদলি হয়ে।এরপর পরিবর্তিত তিনজন সিবিআইয়ের অধিকারিকদের নাম আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সেই প্রেক্ষিতে তিন আধিকারিকের নাম দেওয়ার পর কলকাতা হাইকোর্ট একজনকে বেছে নিয়েছে।শুক্রবার আদালতে তিন আধিকারিকের নাম জমা দিয়েছিল সিবিআই। তিনজনই ডিআইজি পদমর্যাদার। তাদের মধ্যে ছিলেন সুধাংশু খারে, যিনি কলকাতায় কর্মরত। মাইকেল রাজ, যিনি বর্তমানে রাঁচিতে কর্মরত এবং অশ্বিন সাংভি, যিনি চন্ডীগড়ে কর্মরত। এই তিনজনেই দুর্নীতি মামলায় পারদর্শী বলে জানা গেছে । এদিন এজলাসে এই মামলার শুনানি পর্বে নাম পাওয়ার পর বিচারপতি প্রশ্ন করেছিলেন, প্রথম যখন সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় তখন পঙ্কজ শ্রীবাস্তব বলে একজন আধিকারিক ছিলেন। তিনি এখন কোথায় আছেন? সিবিআইয়ের আইনজীবী জানান, -' তিনি বর্তমানে গাজিয়াবাদে সিবিআই প্রশিক্ষণ কেন্দ্রে আছেন। তিনি সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা, আইজি পদমর্যাদার আধিকারিক'। তাঁকে ফিরিয়ে আনা সম্ভব কিনা জানতে চেয়েছিল আদালত। পরে অবশ্য অশ্বিন সাংভিকে 'সিট' প্রধান করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে ।গত বুধবার কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছিল, -'অখিলেশ সিং নিয়োগ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই তদন্ত থেকে সরে যেতে পারবে না। এছাড়াও অন্য কোনও মামলায় তাঁকে যুক্ত করতে পারবে না সিবিআই এবং তাঁকে আদালতের অনুমতি ছাড়া বদলিও করতে পারা যাবে না'। তবে এখন যেহেতু তিনি অসম পুলিশের আইজি পদে, তাই 'সিট'-এর দায়িত্ব নেননি অখিলেশ সিং। গত বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের প্রাক্তন ডিআইজি অখিলেশ সিংহকে সিট প্রধান হিসাবে বসানোর নির্দেশ দিয়েছিলেন। গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই জানিয়ে দিল, -' কলকাতায় আসতে পারবেন না অখিলেশ সিংহ। অখিলেশের পদোন্নতি হয়েছে।দিল্লি থেকে অসমে বদলি হয়েছেন তিনি। গত ১৫ নভেম্বর তাঁর বদলিতে অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট দফতর। তাই কলকাতায় স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে অখিলেশ আসতে পারবেন না' । ওইদিন সিবিআইয়ের আইনজীবী আদালতকে জানিয়েছেন, -' ডিআইজি পদমর্যাদার দক্ষ এক জন অফিসার রয়েছেন। তাঁকে এনে এই সিটের মাথায় রাখা যেতে পারে'। তবে সিবিআইয়ের এই প্রস্তাব প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, - 'একজন নয়, তিনজন ডিআইজি পদমর্যাদার অফিসারের নাম দিন। সেখান থেকে এক জনকে বেছে নেবে হাইকোর্ট '। গত বুধবার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি। ওইদিন গ্ৰুপ-ডি এবং গ্ৰুপ-সি কর্মী নিয়োগ মামলায় সিবিআইয়ের সিটেও পরিবর্তন করে থাকেন তিনি।এর আগে সিবিআইয়ের সিটে রাখা হয়েছিল ধরমবীর সিংহ, সত্যেন্দ্র সিংহ, কেসি ঋষিনামূল, সোমনাথ বিশ্বাস, মলয় দাস এবং ইমরান আশিককে। গত বুধবার বিচারপতি সিবিআইয়ের সিট থেকে দুই আধিকারিকের নাম বাদ দেন। বাদ পড়েন কেসি ঋষিনামূল এবং ইমরান। নতুন ৪ সদস্য অতিরিক্ত এসপি অংশুমান সাহা এবং ইনস্পেক্টর বিশ্বনাথ চক্রবর্তী, প্রদীপ ত্রিপাঠী ও ওয়াসিম আক্রম খানকে অন্তর্ভুক্ত করা হয়।ওইদিন বিচারপতি জানিয়েছিলেন, - ' অখিলেশ সিংহের নেতৃত্বে কাজ করবে এই সিট'। গত বুধবারই সিবিআইয়ের আইনজীবী জানিয়েছিলেন, -' অখিলেশ এখন এরাজ্যে কর্মরত নন। তাঁকে দিল্লিতে বদলি করা হয়েছে'। তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন , - 'অখিলেশ যেখানেই থাকুন, ৭ দিনের মধ্যে তাঁকে কলকাতায় পাঠাতে হবে।' গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে সিবিআই জানিয়েছে, -' অখিলেশ আসতে পারবেন না কলকাতায়।তিনি বদলী হয়ে অসম গেছেন নুতন কর্মস্থলে '। শুক্রবার সিবিআই অফিসার অশ্বিন সাংভি কে সিট কর্তা হিসাবে নিয়োগ করলো কলকাতা হাইকোর্ট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct