মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: বর্ধমান শহরের রাজবাড়ীর কাছাকাছি অবস্থিত পুরাতনচক। মুঘলদের সঙ্গে পাঠানদের যুদ্ধে একটি ঘোড়া নিহত হয় ।যার ফলে এই এলাকার নাম হয় ঘোড়া শহীদ মহল্লা এখানে এখনো একটি ঘোড়ার কবর রয়েছে।এরই কিছুটা দূরে আরও দুটি ঘোড়া শহীদ হয়।।সেই জায়গাটার নাম ছিল দো ঘোড়া শহীদ।পরে শব্দের বিকৃত হয়ে বর্তমানে ধকরা শহীদ নামে পরিচিত।এই মসজিদে রয়েছে চারটে মিনার,খিলনের এবং চুন সুরকির কাজ। মসজিদের স্থাপন কাল হিজরী ১২৮০ তে। ইংরেজি ১৮৬৭। বর্তমানে মসজিদে মুসুল্লিদের স্থান সংকুলান না হওয়ায় মসজিদের পরিকাঠামো বাড়ানো হয়েছে। স্থানীয় মানুষেরা মসজিদ রক্ষণাবেক্ষণে খুবই সক্রিয়। মসজিদ উন্নয়ন কল্পে এবং বাইরে থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা ছাত্রদের কম পয়সায় থাকার ছাত্রাবাস ও তৈরী করা হয়েছে। এই পুরাতনচক বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে রয়েছে ।বিশিষ্ট সমাজসেবী হাসিব আলম বলেন এই এলাকা পাঠান মুঘল ও বর্ধমান রাজাদের বহু ইতিহাস জড়িয়ে আছে ।ব্যক্তিগত ভাবে অনেক জিনিসের সংরক্ষণ হচ্ছে আবার প্রাচীন জিনিস গুলি সরকার নজরদারি করলে ভালো হয় । অনেক ইতিহাস সংরক্ষণের প্রয়োজন আছে না হলে ইতিহাস মুছে যাবে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct