আপনজন ডেস্ক: মায়ানমারের প্রায় ৬ হাজার বন্দির সাধারণ ক্ষমা মঞ্জুর করেছে জান্তা পরিচালিত সরকার। এর মধ্যে রয়েছেন মায়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির সাবেক একজন উপদেষ্টাও। জাতীয় ছুটির দিন উপলক্ষে বিপুল সংখ্যক বন্দির সাধারণ ক্ষমা মঞ্জুর করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির সামরিক নেতারা। মায়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জাতীয় ছুটির দিন উপলক্ষে অস্ট্রেলিয়ান অর্থনীতিবিদ এবং গণতন্ত্রের আইকন অং সান সু চির সাবেক অর্থনৈতিক উপদেষ্টা শন টার্নেলসহ প্রায় ৬ হাজার বন্দির সাধারণ ক্ষমা মঞ্জুর করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct