আপনজন ডেস্ক: শান্তি আলোচনার জন্য ইউক্রেন যে শর্ত দিচ্ছে তা অবাস্তব এবং অপর্যাপ্ত বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সের্গেই ল্যাভরভ।গতকাল মঙ্গলবার এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের অবকাশে সাংবাদিকদের কাছে এ কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তবে, রাশিয়া আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করছে না বলে মন্তব্য করেন তিনি। বালি দ্বীপে অনুষ্ঠিত জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলনে ল্যাভরভ রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন। তিনি বলেন, মঙ্গলবার সকালে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে তার সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। এ আলোচনার সময় ফ্রান্সের প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন যে, তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে আগ্রহী রয়েছেন যাতে পুরো সংকট সমাধানের একটি পথ খুঁজে পাওয়া যায়।ল্যাভরভ বলেন, “আমি ম্যাকরনকে স্মরণ করিয়ে দিয়েছি যে, সমস্ত সমস্যা ইউক্রেনের যারা সুনির্দিষ্টভাবে আলোচনার বিষয়টি নাকচ করে আসছে এবং তারা এমন ধরনের শর্ত দিয়েছে যেগুলো পরিস্থিতি বিবেচনায় অগ্রহণযোগ্য, অবাস্তব এবং অপর্যাপ্ত।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct