আপনজন ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের ঘটনা ঘটেছে। বুধবার আঘাত হানা ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৬। এদিন বার্তাসংস্থা রয়টার্স ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।ইএমএসসি জানায়, বুধবার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের দক্ষিণ-পশ্চিমে ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে। অবশ্য ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য সামনে আসেনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct