নিজস্ব প্রতিবেদক, কেশপুর, আপনজন: ফের শিরোনামে কেশপুর। কেশপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বোমাবাজি। বোমাবাজিতে জখম ২ তৃণমূল কর্মী। এক তৃণমূল কর্মীর হাতের তিনটি আঙ্গুল বোমায় উড়ে যায়। বুধবার সকালে নাগাদ ঘটনাটি ঘটেছে কেশপুরে চড়কা গ্রামে। তৃণমূলের একাংশের বাড়ি বাড়ি প্রচার, প্রচারের সময় বিরুদ্ধ গোষ্ঠীর বোমাবাজির অভিযোগ। বুধবার দুপুরের পর কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেশপুর বাস স্ট্যান্ডে বিশাল মিছিল করার আয়োজন হয়েছিল। সেই মিছিলের প্রস্তুতি হিসেবে চড়কা গ্রামের এক গোষ্ঠীর কর্মীরা পাড়ায় পাড়ায় প্রচার চালাচ্ছিল। সেই সময় অন্য গোষ্ঠীর কর্মীরা অতর্কিত আক্রমণ ও বোমাবাজি করে। এতে করে রফিকুল আলম নামে এক তৃণমূল কর্মীর হাতের আঙ্গুল উঠে যায়। স্থানীয় বাসিন্দারা রফিকুল আলমকে রক্তাক্ত অবস্থায় প্রথমে কেশপুর পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । পুলিশ টহলদারি চলছে. এলাকায় চাপা উত্তেজনা আছে। যদিও কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ পাঁজা গোষ্ঠী সংঘর্ষের কথা এড়িয়ে সিপিএম বিজেপির দিকে আঙ্গুল তুলেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct