আপনজন ডেস্ক: আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল ব্যর্থতায় পর্যবাসিত হলো। ইংল্যান্ডের কাছে সেমিফাইনালে ১০ উইকেটের লজ্জার হারে তারা ছিটকে যায়। এরপর ভারতের টি-টোয়েন্টি দলটি পুনর্গঠনের চিন্তা করা হচ্ছে। সিনিয়র ক্রিকেটারদের ছেঁটে ফেলা হতে পারে। সাবেক ইংলিশ ক্রিকেটার নাসের হুসেন মনে করেন যে, ভারতের পারফর্মেন্সে উন্নতি ঘটাতে হলে ইয়ন মরগ্যানের মতো অধিনায়ক প্রয়োজন। একটি টক শোতে নাসের হুসেন বলেছেন, ভারতীয় দলে ইয়ন মরগ্যানের মতো একজন অধিনায়ক প্রয়োজন, যিনি খেলোয়াড়দের নির্ভয়ে ক্রিকেট খেলার সুযোগ দেবেন। তিনি খেলোয়াড়দের বলে থাকেন, মাঠে গিয়ে ২০ ওভারে যতটা সম্ভব মারতে হবে। আইপিএলে যেভাবে ব্যাটিং দেখা যায়, সেভাবে খেলতে হবে। শুধু দেশের কথা ভাবুন, এবং অন্যরা কী বলে সেটা নিয়ে চিন্তা করবেন না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct