আপনজন ডেস্ক: কারণ যাই হোক না কেন অযথা অনেকেই চোখ ডলি বা কচলাই। বিশেষজ্ঞরা বলেছেন এটি মোটেও ভালো অভ্যাস নয়। কারণ না জেনে হয়ত চোখের ক্ষতি করে ফেলছেন। আপনার চোখের নিচের ত্বক আপনার শরীরের মধ্যে সবচেয়ে পাতলা। পোলাপের পাঁপড়ি ঘষলে যেমন নষ্ট হয়ে যায় চোখের নিচের ত্বকও তেমন। কারণ চোখ ঘষার অভ্যাস আপনার চেহারা এবং আপনার স্বাস্থ্যকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। চিকিৎসকরা বলছেন, চোখ কচলানোর কারণে আপনার চোখ ক্লান্ত দেখাতে পারে। অতিরিক্ত চোখ কচলানোর কারণে চোখের সূক্ষ নালীগুলো ছিড়ে গিয়ে চোখ রক্ত বর্ন হয়ে যেতে পারে। এক বলে ব্লাডশট আই বা রেড আই। এরপর রক্ত পার্শ্বস্থ টিস্যুতে প্রবাহিত হবে, যার ফলে আপনার চোখের নিচে ডার্ক সার্কেল বিকশিত হতে পারে। দীর্ঘস্থায়ী কচলানোর ফলে চোখের নিচে কালো দাগও হতে পারে। যা পোস্ট-ইনফ্লেমেটরি হাইপারপিগমেন্টেশন নামে পরিচিত। আপনার ত্বকের টোন যত গাঢ় হবে এটি তত বেশি হবে। বিশেষ করে যাদের গাঢ় ত্বক তাদের ক্ষেত্রে চোখ কচলালে ত্বকের রঙ্গক উৎপাদন বেড়ে যায়। যখন বারবার চোখ কচলান বা ডলেন, তখন ত্বকে বলিরেখা ফেলে দেওয়ার ঝুঁকি বেড়ে যায়। দীর্ঘস্থায়ী চোখ ডলা শুধুমাত্র চোখের পাতার ত্বকের ক্ষতি করে না বরং কর্নিয়াতে মাইক্রো স্ক্র্যাচও ঘটাতে পারে। এর ফলে সময়ের সঙ্গে সঙ্গে কর্নিয়ার আকৃতি পাতলা হয়ে যেতে পারে। যার ফলে দৃষ্টি ঝাপসা হতে পারে যেটি কেরাটোকোনাস নামে পরিচিত। চোখ কচলানো বিশেষ করে গ্লুকোমায় আক্রান্ত ব্যক্তিদের জন্য বিপজ্জনক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct