আপনজন ডেস্ক: ডাকাতি, অপহরণ এবং রাষ্ট্রদ্রোহের মতো অপরাধের জন্য ইসলামী শরীয়াহ আইন অনুসারে শাস্তি প্রদানের জন্য তালেবান নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা আফগান বিচারকদের নির্দেশ দিয়েছেন। এদের শাস্তি জনসম্মুখে অঙ্গচ্ছেদ এবং পাথর নিক্ষেপ হতে পারে। এ ব্যাপারে আখুন্দজাদার মুখপাত্র বলেছেন, ডাকাতি, অপহরণ এবং রাষ্ট্রদ্রোহের মতো অপরাধের শাস্তি অবশ্যই ইসলামী শরীয়াহ আইনের ব্যাখ্যা অনুসারে হওয়া উচিত। ১৯৯০-এর দশকে ক্ষমতায় থাকাকালীন প্রকাশ্যে মৃত্যুদণ্ডসহ শাস্তির জন্য তালেবানের নিন্দা করা হয়েছিল। গত বছর ক্ষমতায় আসার পর তারা এই ধরণের শাস্তি পরিমিতভাবে শাসন করার প্রতিশ্রুতি দেয়। যদিও বাস্তবে দেখা যাচ্ছে, তারা কিন্তু ধীরে ধীরে সেই শরীয়াহ আইনের দিকে এগিয়ে যাচ্ছে। এ ব্যাপারে তালেবানের সর্বোচ্চ নেতা বলেছেন, 'বিচারকদের অবশ্যই শরীয়াহ আইন অনুযায়ী অপরাধীদের শাস্তি দিতে হবে, যদি সংঘটিত অপরাধে সেই আইনের লঙ্ঘন হয়।' মোল্লা আখুন্দজাদা বিচারকদের একটি দলের সঙ্গে দেখা করার পর 'বাধ্যতামূলক' এই আদেশটি এসেছে। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইট করে আখুন্দজাদাকে উদ্ধৃত করে বলেছেন, 'চোর, অপহরণকারী এবং রাষ্ট্রদ্রোহীদের অভিযোগ সাবধানে পরীক্ষা করুন। '
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct