কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং, আপনজন: সম্প্রতি বাসন্তীর নেতাজী পাঠাগারে অনুষ্ঠিত হল পত্রিকা প্রকাশ ও গুণীজন সংবর্ধনা। উল্লেখ্য বাসন্তী সাহিত্য পরিষদের পথচলা শুরু হয়েছিল গত ২০২১ এর ৯ মার্চ।সেই সময় সদস্য সংখ্যা ছিল মাত্র ১৫। বর্তমানে সদস্য সংখ্যা ৫০। মূলত সুন্দরবনের বাসন্তী ব্লকের স্থানীয় কবি,সাহিত্যিক,লেখক সম্প্রদায়ের গুণী ব্যক্তিত্বরা রয়েছেন সদস্য তালিকায়। পরিষদের ষান্মাসিক সাহিত্য সংস্কৃতি পত্রিকা ‘সুন্দরবন ঐকতান’ প্রথম প্রকাশ হয় চলতি বছরের এপ্রিল মাসে। রবিবার বাসন্তীর নেতাজী পাঠাগারে এক মনোঞ্জ অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রকাশিত হল দ্বিতীয় সংখ্যা ‘সুন্দরবন ঐকাতন’। প্রকাশিত বইটিতে রয়েছে ৮টি প্রবন্ধ,৪৬ টি কবিতা, ৬টি গল্প, ২টি অনুগল্প ও একটি নাটিকা । লেখকের তালিকায় রয়েছেন প্রাক্তন শিক্ষক তথা প্রাবন্ধিক প্রভূদান হালদার,শিক্ষারত্ন অমল নায়েক, শিক্ষারত্ন বিবেক পাল,শিক্ষারত্ন ডঃ সুবর্ণ কুমার দাস, ডঃ অভয় মন্ডল,বিকাশ নস্কর সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন লস্কর, জেলাপরিষদ সদস্যা তথা বিশিষ্ট শিক্ষিকা শঙ্করী মন্ডল,নেতাজি পাঠাগারের সভাপতি অজয় দে, গ্রন্থাগারিক তাপস পাল, বাসন্তী সাহিত্য পরিষদের সহ-সম্পাদক মানিক চন্দ্র মন্ডল, ননীগোপাল সরদার সহ বিশিষ্টজনেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct