তৃনমুল ছেড়ে বিজেপিতে যোগ দিলে প্রায় দুশো তৃনমুল কর্মী সমর্থক। বীরভূমের খয়রাশোল ব্লকের হজরতপুর অঞ্চলের চারটি গ্রাম থেকে প্রায় দুশো তৃনমুল কর্মী বিজেপিতে যোগ দেওয়াই রাজনৈতিক মহলে অচাঞ্চল্য ছড়িয়েছে। কেননা, যেখানে ঘটনাটি ঘটেছে সেটি তৃনমুলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডলের জেলা। মঙ্গলবার দুবরাজপুর বিজেপির দলীয় কার্যালয়ে তৃনমুলের কর্মীরা বিজেপিতে যোগ দেন। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হবে বলে জনিয়েছেন তৃনমুলের অনুব্রত ঘনিষ্ঠ এক নেতা।
খয়রাশোল ব্লক রাজনৈতিক ভাবে স্পর্শকাতর জায়গা। এখানে তৃনমূলের ব্লক সভাপতি অশোক ঘোষ, দীপক ঘোষ খুন হয়েছেন। এখানকার ওসির উর্দি খুলে নেবার প্রচ্ছন্ন হুমকী দিতে দেখা যায় তৃনমূলের ব্লক সভাপতিকে। খয়রাশোল এলাকায় তৃনমূলের গোষ্ঠী কোন্দলও রয়েছে। এখানে বেআইনী কয়লা কারবার নিয়ে শাষকদলের গোষ্ঠী কোন্দল চরমে। সেই সুযোগে বিজেপি এলাকার দখল নিচ্ছে। মঙ্গলবার তৃনমূলের লোকজন বিজেপির দিকে ঝুঁকে পড়ায় বিজেপি যেমন বুকের বল পাচ্ছে তেমনি তৃনমূলেরও দুশ্চিন্তা বাড়ছে। এই এলাকাটি বীরভূম লোকসভা কেন্দ্রের শতাব্দী রায়ের এলাকা। তৃনমূলের দল ছাড়ার ঘটনায় কিছুটা হলেও চাপ বাড়ছে শাষকদলের।