জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: আগামী ২০২৩ সালে ত্রি-স্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন।আর এই পঞ্চায়েতে নির্বাচনের আগে বুথ স্তরের সংগঠনকে শক্তিশালী করতে জেলার প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে শুরু হয়ে তৃণমূল কংগ্রেসের বুথ সাংগঠনিক বৈঠক। মঙ্গলবার,পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের তুন্তুরী সুইসা অঞ্চল শুরু বুথ ভিতিক সাংগঠনিক বৈঠক।প্রথম দিন শুরু হয় পেড়েতোরাং বুথে সাংগঠনিক বৈঠক। জানা যায়,অঞ্চল সভাপতির বিজ্ঞপ্তি অনুযায়ী শুরু হয় আজ থেকে বুথ সাংগঠনিক বৈঠক। এদিন বুথের সংগঠন থেকে শুরু করে বুথের একাধিক উন্নয়নমূলক কাজ তথা রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমুখী প্রকল্পের কথা,তারা পেয়েছে কি না ? এছাড়া বুথের কর্মীদের নিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে কিভাবে লড়াই করতে হবে সহ একাধিক বিষয়ে নিয়ে আলোচনা হয়। অন্যদিকে অঞ্চল সভাপতি মিহির কুইরী জানান,আজ ১৫ ই নভেম্বর থেকে শুরু করা হল বুথ ভিত্তিক সাংগঠনিক বৈঠক। প্রতিটি বুথে বুথে করা হবে। এছাড়া তিনি আরও বলেন,এই বুথ সাংগঠনিক বৈঠক রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্প গুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য এবং তারা সেই প্রকল্পের সুযোগ সুবিধা পেয়েছে কি না? তা নিয়ে তৃণমূল কংগ্রেস সর্বদা পাশে আছে,এবং সমস্ত রকম সাহায্য করবে। সকলের কাছে জন সংযোগ বাড়াতে আগামী ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এই কর্মসূচি। সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি মিহির কুইরী,জেলা কমিটির সদস্য নারায়ন চন্দ্র কুইরী,অঞ্চল যুব সভাপতি রাধুকান্ত মাহাতো,রাজ্য মহিলা সম্পাদিকা নমিতা সিং মুড়া,ব্লক মহিলা সভানেত্রী ইন্দুমতি মাহাতো,ব্লক ছাত্র পরিষদের সভাপতি নীতিশ পরামানিক,অঞ্চল যুব সহ সভাপতি সুজয় কুইরী সহ পেড়েতোরাং বুথের বুথ সভাপতি থেকে শুরু করে কর্মী সমর্থকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct