রাকিবুল ইসলাম, হরিহরপাড়া: হরিহরপাড়া আইসিডিএস সেন্টারের ছাতুতে পোকা। প্রতিবাদে আইসিডিএস কর্মী ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের। মঙ্গলবার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার বহড়ান জনক্যান ক্লাব আইসিডিএস কেন্দ্রে। অভিভাবকদের অভিযোগ, আইসিডিএস কেন্দ্রে অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হয়। এদিন যে ছাতুর প্যাকেট দেওয়া হয়েছে সেই ছাতুর মধ্যে বড়ো বড়ো পোকা দেখা যায়। এরই প্রতিবাদে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। বিক্ষোভকারী অভিভাবক তনুশ্রী দাস বলেন, অঙ্গনওয়াড়ি কর্মীরা খাবার সামগ্রী সরাসরি সেন্টারে না এনে বাড়িতে নিয়ে যায়। দীর্ঘদিন খাবার সামগ্রী বাড়িতে পচিয়ে এনে বাচ্চাদের দেয়। যার কারণে বাচ্চাদের খাবার খাওয়াতে আমরা রীতিমতো ভয় পাই। কিন্তু বার বার অভিযোগ জানালেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। বিষয়টি জানা মাত্র হরিহরপাড়ার বিডিও রাজা ভৌমিক বলেন, ঘটনার খবর পেয়ে আমি সিডিপিওকে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলেছি। আমিও বিষয়টা দেখছি। খুব দ্রুত তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct