আপনজন ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানে শতভাগ ইসলামি শরিয়াহ আইন বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা মাওলানা হেবাতুল্লাহ আখুনন্দাজা। তালেবান পরিচালিত আদালতের বিচারকদের সঙ্গে সাক্ষাতের সময় হেবাতুল্লাহ এ নির্দেশ দেন। মুজাহিদ টুইটারের এক টুইটে জানান, আলীকদর আমিরুল মোমিনিন বিচারকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি চুরি, অপহরণ ও রাষ্ট্রদ্রোহীর মামলাগুলোর তদন্ত দেখেছেন। যে মামলাগুলোকে শরিয়াহের শর্তে সীমাবদ্ধতা এবং প্রতিশোধমূলক রয়েছে, তা জারি করতে আপনারা বাধ্য। কারণ, এটি শরিয়াহ এবং আমার নির্দেশ। এটি কার্যকর করতেই হবে। তালেবানের মুখপাত্র জানান, ইসলামি আমিরাত অব আফগানিস্তানের নির্দেশ সারাদশে বাস্তবায়ন করা হবে। যারা হত্যা, অপহরণ ও চুরিতে জড়িত তাদের অবশ্যই অপরাধের জন্য সাজা পেতে হবে।
আফগান বার্তা সংস্থা টলোনিউজ জানায়, ২০২১ সালের ১৫ আগস্ট দ্বিতীয়বার আফগানিস্তানের শাসনভার গ্রহণ করে তালেবান। দায়িত্ব নেয়ার পর প্রথমবার আনুষ্ঠানিকভাবে সব ইসলামি আইন বাস্তবায়নের নির্দেশ দেন তালেবানের সর্বোচ্চ নেতা। দায়িত্ব নেয়ার পর বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে তালেবান। নারীদের নেতৃত্ব, সরকারি চাকরি, মাধ্যমিক স্কুলে শিক্ষার জন্য মেয়েদের যাওয়ায় নিষেধাজ্ঞা আরোপ করে ইসলামি দলটি।
তালেবানের বিরুদ্ধে সাংবাদিকতার প্রসার, সাংবাদিকদের আটক ও মারধরের অভিযোগ করেছে মানবাধিকার সংগঠনগুলো। এছাড়া প্রতিশোধের অংশ হিসেবে মার্কিন পৃষ্টপোষকতায় গনি সরকারের কর্মকর্তাদের হত্যা ও গুমের অভিযোগও করেছে তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct