নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ছিল এক মামলার শুনানি। আদালত সুত্রে প্রকাশ -' ছেলের মৃত্যুর পর চাকরি পেয়েছেন বৌমা, করেছেন দ্বিতীয় বিয়েও। কিন্তু পুত্রহারা শাশুড়িকে এতটুকু দেখাশোনা করেন না তিনি। প্রায় অনাহারে থাকেন বৃদ্ধা '। এই ঘটনায় কলকাতা হাইকোর্টে রুজু হয়েছে মামলা।এই মামলায় বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের মানবিক নির্দেশ , -' আগামী ৩০দিনের মধ্যে ৩ লক্ষ ৯৬ হাজার টাকা শাশুড়ির হাতে তুলে দিতে হবে বৌমাকে। তার পরের দু'সপ্তাহের মধ্যে আরও ২১ হাজার টাকা দিতে হবে'। এর পাশাপাশি অভিযুক্ত ওই বৌমাকেও এদিন তীব্র ভর্ত্সনা করেন বিচারপতি। এদিন বিচারপতি বলেন, - 'আপনার মানসিকতা এরকম হলে ছাত্রদের কী শিক্ষা দেবেন আপনি? আমার হাতে ক্ষমতা থাকলে আপনার চাকরি আমি কেড়ে নিতাম।' গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মেদিনীপুরের বৃদ্ধা দুর্গা বালা মণ্ডল। তাঁর ছেলে সরকারি স্কুলের শিক্ষক ছিলেন। ২০১৪ সালে অকালে মারা যান সেই ছেলে। ছেলের মৃত্যুর তিন বছর পরে, ২০১৭ সালে তাঁর স্ত্রী স্কুলের ওই চাকরিটি পান। অভিযোগ, চাকরি পেয়েও শাশুড়িকে মোটেই দেখভাল করেন না তিনি।এর পর দ্বিতীয়বার বিয়েও করেন ওই বৌমা। কিন্তু তাঁর বেতনের কোনও অংশই প্রাক্তন ও মৃত স্বামীর পরিবারকে তিনি দেন না। এদিন কলকাতা হাইকোর্টের নির্দেশ, -' ওই বৌমাকে দ্রুত মিটিয়ে দিতে হবে দুর্গা দেবীর প্রাপ্য টাকা'।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct