সুব্রত রায়, কলকাতা, আপনজন: এবার এ রাজ্যে বড়সড় সিদ্ধান্ত নিচ্ছে ইডি ও সিবিআই। প্রায় ১২০০ অফিসারকে ভিন রাজ্য থেকে নিয়ে আসা হচ্ছে এই রাজ্যে। আগামী ডিসেম্বর মাস থেকে রাজ্যের প্রতিটি বিধানসভায় এলাকায় অন্তত দুটি করে কেন্দ্র খুলতে চায় ইডি ও সিবিআই। সেখানে মূলত যে সকল মানুষ বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন তাদের অভিযোগ গ্রহণ করবে এই দুই কেন্দ্রীয় এজেন্সি। পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রাম বাংলায় কি কি ধরনের দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতিতে কারা যুক্ত তা জানতেই এই অভিনব সিদ্ধান্ত গ্রহণ করেছে ইডি ও সিবিআই। সূত্রের খবর অনুযায়ী গ্রাম বাংলার পাশাপাশি শহর শহরতলীরপাড়ায় পাড়ায় প্রোমোটার থেকে শুরু করে কোন সরকারি আধিকারিক দ্বারা কেউ কোন ভাবে প্রতারিত হয়ে থাকলে সেই অভিযোগ লিখিতভাবে বা সরাসরি জানানোর জন্য থাকবে কেন্দ্র। শিক্ষক নিয়োগ ও গরু পাচার এবং কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে ইডি ও সিবিআই যে তথ্য সংগ্রহ করেছে তার থেকে মূল শিকড়ে পৌঁছতে এবং দুর্নীতির জাল কত দূর বিস্তৃত তা জানতে এই অভিযোগ কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে মোট বিধানসভার সংখ্যা ২৯৪ টি প্রতিটি বিধানসভা কেন্দ্র ধরে এলাকাভিত্তিক দুটি করে কেন্দ্র চালু করা হবে। যাতে শহর শহরতলীর পাশাপাশি গ্রামবাংলায় কি ধরনের দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির শিকার সাধারণ মানুষ কতটা তা জানা যায়। শুধু তাই না এলাকাভিত্তিক এই কেন্দ্র ঘুরে ঘুরে হবে সাধারণ মানুষের কাছ থেকে দুর্নীতির তথ্য ও অভিযোগ সংগ্রহ করে কেন্দ্রীয় এই দুটি এজেন্সি পরবর্তীকালে তদন্ত প্রক্রিয়ার গতিপথ ঠিক করবে বলে জানা গিয়েছে। এই কেন্দ্রগুলি খোলার জন্য এবং সেখানে অভিযোগ গ্রহণ করার জন্য ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্যের অফিসারদের পশ্চিমবঙ্গে আনার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে জানা গিয়েছে যে সকল অতিরিক্ত অফিসার ডিসেম্বর মাসে এ রাজ্যে আসছেন তাদের সকলকে ডেপুটেশনে আনা হবে। লোকবল বাড়িয়ে দুর্নীতির সন্ধানে সর্বশক্তি নিয়ে ঝাপাচ্ছে কেন্দ্রীয় দুই এজেন্সি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct