এহসানুল হক, বসিরহাট, আপনজন: ভোর বেলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন শ্রমিকের। গুরুতর অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরো পাঁচজন শ্রমিক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর বেলায় একটি ইঞ্জিন ভ্যানে করে মাটিয়া থানার গোবিন্দপুর এলাকা থেকে হাবরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল আট জন নলকূপ বসানোর শ্রমিক। টাকি রোড ধরে যখন ওই ইঞ্জিন ভ্যানটি খোলাপোতা রাহারআটি এলাকায় এসে পৌঁছায় তখনই উল্টো দিক থেকে একটি সবজি বোঝাই ম্যাক্স গাড়ি ধাক্কা মারে। ম্যাক্স গাড়ির ধাক্কায় ইঞ্জিন ভ্যান সহ ওই আট জন শ্রমিক রাস্তার উপর ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন শ্রমিকের। ঘটনার খবর পাওয়া মাত্রই মৃত ওই তিন শ্রমিকের দেহ উদ্ধার করার পাশাপাশি আহত ওই পাঁচ শ্রমিকের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের পাঠানো হয়েছে কলকাতার একটি সরকারি হাসপাতালে।বাকি বসিরহাট জেলা হাসপাতালে। কলকাতায় যে তিনজন শ্রমিককে পাঠানো হয়েছে তাদের অবস্থা খুবই সংকট জনক বলে জানা গিয়েছে। মাটিয়া থানার পুলিশ মৃত আলী হোসেন (৪৫), সাদ্দাম সরদার (২৮), মোজাফফর সরদার (৬২) নামে তিন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে ময়না তরঙ্গের জন্য। এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে মাটিয়া থানার গোবিন্দপুর এলাকায়। ঘাতক গাড়িটিকে আটক করলেও পলাতক চালক। পলাতক গাড়ি চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে মাটিয়া থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct