আপনজন ডেস্ক: কর্মশিক্ষায় অতিরিক্ত পদ নিয়ে এবার প্রশ্ন তুললেন খোদ বিচারপতি । ওই পদে নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশন কাউন্সেলিংয়ের যে তালিকা দিয়েছে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিত্ বসু। এবিষয়ে আজ অর্থাৎ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় জানাতে হবে রাজ্য কে।এসএসসি কর্তৃপক্ষ সম্প্রতি ৭৫০ জনের একটি তালিকা প্রকাশ করেছে।জানা গেছে, কর্মশিক্ষায় অতিরিক্ত পদ তৈরি করে সেখানে নিয়োগের জন্য ওই তালিকা গঠন করা হয়েছে । সোমবার সেই তালিকা নিয়েই তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এদিন মামলার শুনানি পর্বে তিনি বলেন, - ‘’খুবই সন্দেহজনক তালিকা। প্রয়োজনে স্থগিতাদেশ দেব। উড়িয়ে দেব তালিকা। ইচ্ছা অনুযায়ী চাকরি দেওয়া হয়েছে নাকি! কিছু তো কারচুপি হয়েছে!’’এই বিষয়ে আজ অর্থাৎ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার মধ্যে কমিশনের জবাব চেয়েছে হাইকোর্ট । বিচারপতির প্রশ্ন, ‘’ওয়েটিং লিস্টে কত জন রয়েছেন? কম নম্বর পেয়েও কাউন্সেলিংয়ে ডাক পেয়েছেন অথচ যাঁরা বেশি নম্বর পেলেন তাঁরা বাদ পড়লেন কেন ! এটা তো বড় ভুল। এখন জানা দরকার এটা ইচ্ছাকৃত, না কি গাফিলতি!’’ আদালত সুত্রে প্রকাশ, একাদশ-দ্বাদশ শ্রেণির কর্মশিক্ষা বিষয়ে ৭৫০টি অতিরিক্ত পদ তৈরি করা হয়। ওই পদে শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের তালিকা প্রকাশ করে গত ৩ নভেম্বর বিজ্ঞপ্তি দেয় এসএসসি। তা নিয়ে অনিয়মের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দাখিল হয়েছে । মামলাকারীর অভিযোগ, -’ তিনি স্টেট লেভেল সিলেকশন টেস্টের লিখিত পরীক্ষায় ৭২ নম্বর পেয়েছেন। এখনও ইন্টারভিউ হয়নি। অথচ ৫৬ পেয়ে এক প্রার্থী চাকরি পেয়ে গিয়েছেন’।আজ অর্থাৎ মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct