আপনজন ডেস্ক: ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলন শুরুর আগে মুখোমুখি বৈঠক করেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসলেন বাইডেন। সোমবার অনুষ্ঠিত এই বৈঠকের আলোচনার টেবিলে ছিল উত্তর কোরিয়ার পরমাণু ও তাইওয়ান ইস্যু। চলমান রুশ-ইউক্রেন যুদ্ধ, করোনা মহামারি, জলবায়ু পরির্বতনের বিরূপ প্রভাব-- সব মিলিয়ে বিশ্ব অনেক কঠিন পরিস্থিতির মুখে। এ অবস্থায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শক্তিশালী দুই দেশের নেতার এ বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বৈঠকে, দ্বন্দ্ব এড়িয়ে তাইওয়ান প্রণালিতে শান্তি ফিরিয়ে আনা ও দক্ষিণ চিন সাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিতের বিষয়টির ওপর জোর দেয়া হয়। দুই দেশের প্রতিযোগিতা যেন সংঘাতে রূপ না নেয় সে বিষয়টিও গুরত্ব পায় আলোচনায়। তাইওয়ানসহ বিভিন্ন ইস্যুতে চিন-যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরেই বৈরী সম্পর্ক। চলতি বছর মার্কিন কংগ্রেস প্রতিনিধি ন্যান্সি পেলোসির তাইপে সফর ঘিরে দুই দেশের উত্তেজনা আরও বেড়ে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct