মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: বর্ধমান শহর মানেই ঐতিহাসিক নিদর্শনের পূর্ণ সম্ভার। তার মধ্যেই রয়েছে অনেক প্রাচীন মসজিদ, যা মুঘল বা নবাবের আমলে তৈরি। বর্ধমান শহরের বিসি রোড সংলগ্ন কায়েমিয়া মসজিদ হল তার মধ্যে অন্যতম। শহরের বিশিষ্ট ইতিহাস সন্ধিৎসু মনোয়ার হোসেন জানান, নবাব দোস্ত কায়েম নামের এক ব্যক্তির নামেই তৈরি হয়েছিল এই মসজিদ।যার নামে আজও শহরে একটি রাস্তা রয়েছে। এন ডি কায়েম লেন অর্থাৎ নবাব দোস্ত কায়েম লেন। এই মসজিদের পাশেই রয়েছে কায়েম সাহেবের সমাধি।।জানা গেছে নবাব কায়েম ছিলেন শহরের একজন বিশিষ্ট গুন সম্পন্ন ব্যাক্তি। জ্ঞান বুদ্ধি বিচক্ষণ তাই তিনি ছিলেন অগ্রগণ্য। ঐতিহাসিক সূত্রে জানা গেছে, কায়েম সাহেব ছিলেন বর্ধমানের শাসক সম্রাট ওরঙ্গজেবের নাতি আজিম মুস শান এর ঘনিষ্ট বন্ধু বা দোস্ত। আলমগঞ্জ বাসভবনে তিনি বিভিন্ন সভায় যোগ দিয়ে বিদ্রোহ দমন সহ নানান গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতেন। সম্রাট আজিমুশশান এই কায়েমিয়া মসজিদটি তৈরি করে দেন।গম্বুজ ও চারটি মিনার সহযোগে মসজিদ টি তৈরি করা হয়।যেটি মূলত মোঘল আমলের একটি স্থাপত্য রীতি অনুসরণ করা হয়েছে।বর্তমানে সৈয়দ মুস্তাক আলী মসজিদের মোতাওয়াল্লি পদে থেকে যাবতীয় দেখাশুনা করেন।বর্তমানে এটির মালিকানা ওয়াকফ বোর্ডের অন্তর্ভুক্ত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct