রঙ্গিলা খাতুন, জিয়াগঞ্জ, আপনজন: ডাহাপাড়া পঞ্চায়েতে কেন্দ্রের উদ্যোগে “নমামি গঙ্গে” প্রকল্পের অন্তর্গত নেহেরু যুব কেন্দ্র মুর্শিদাবাদ এর উদ্যোগে এবং “সাহানগর সংকল্প” সহযোগিতায় দুদিনের প্রশিক্ষণ শেষ হল শনিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের যুগ্ম বিডিও তাপস গায়েন, ডাহাপাড়া পঞ্চায়েতের প্রধান জয়শ্রী মন্ডল, উপপ্রধান মাবের আলী, পঞ্চায়েতের সেক্রেটারি পার্থ প্রতিম সাহা, রায়বুধ সিংহ বাহাদুর হাই স্কুলের শিক্ষক সত্য প্রিয় মুখার্জি, ডক্টর গৌতম পান্ডে, সাহানগর সংকল্পের সেক্রেটারি কুমকুম মুখার্জি। এই ট্রেনিংয়ের যারা ট্রেনিং নিতে এসেছিলেন তারা প্রত্যেকেই ছাত্র-ছাত্রী এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য বেশি করে গ্রামাঞ্চলের মানুষের মধ্যে সচেতনতার বীজ বপন করা। যাতে গঙ্গা নদীর অববাহিকায় যারা বাস করে তারা গঙ্গা নদীকে দূষণমুক্ত করতে পারে এবং ভবিষ্যতে নোংরা নালার জল কলকারখানার বর্জ্য পদার্থ শবদাহ হওয়ার পর অবশিষ্ট অংশ মৃত পশু-পাখি দেহাবশেষ গঙ্গার জলে না ফেলা হয় সে সম্পর্কে মানুষকে সচেতন করা এবং একত্রিত করে গঙ্গা কে দূষণের হাত থেকে বাঁচানো। এ বিষয়ে জিয়াগঞ্জ ব্লকের যুগ্ম বিডি তাপস গায়ন বলেন, সরকার বিভিন্ন পদ্ধতির মধ্য দিয়ে গঙ্গা দূষণমুক্ত করতে করতে চাইছে শুধু তাই নয়। প্রতিটি এলাকা দূষণমুক্ত করতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে আলোচনা করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct