আপনজন ডেস্ক: চলমান কপ-২৭ সম্মেলনের মাঝেই জলবায়ু পরিবর্তন ইস্যুতে দক্ষিণ-পশ্চিম ইউরোপের দেশ পর্তুগালে চলছে বিক্ষোভ। শনিবার দেশটির রাজধানী লিসবনে রাস্তায় নামেন শত শত বিক্ষোভকারী। আন্দোলনকারীদের তোপের মুখে পড়ে সরকারী কার্যালয়ের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান দেশটির অর্থমন্ত্রী অ্যান্তেনিও কোস্তা ই সিলভা। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় ব্যর্থ তিনি এমন অভিযোগ বিক্ষোভকারীদের। একই সঙ্গে দূষণকারী প্রতিষ্ঠানের সঙ্গে তার সখ্যতার অভিযোগ উঠেছে।ফলে আন্দোলনকারীরা দেশটির অর্থমন্ত্রী অ্যান্তেনিও কোস্তা ই সিলভার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct