নিজস্ব প্রতিনিধি, ভাটপাড়া, আপনজন: ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ভাটপাড়া পৌরসভাতে রবিবার বৈঠক করলেন জেলা শাসক ও নগরপাল। ব্যারাকপুর মহকুমার বিভিন্ন পুরসভার মতো ভাটপাড়া পুরসভাতেও ডেঙ্গু থাবা বসিয়েছে । আক্রান্ত হয়েছেন পুরসভা এলাকার বহু মানুষ। কি কারনে ডেঙ্গু এতটা ভয়াবহ অবস্থায় পৌঁছালো এবং কিভাবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় সেই বিষয় নিয়ে ভাটপাড়া পৌরসভায় আয়োজিত হলো বৈঠক। রবিবারের বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী, ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর নগরপাল অলক রাজোরিয়া, ভাটপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অনুপম মন্ডল, ভাটপাড়া পৌরসভার পৌর প্রধান রেবা রাহা সহ ভাটপাড়া পৌরসভার পৌর পারিষদ সকল সদস্য, পৌর পিতা ও পৌর মাতারা। কিভাবে ভাটপাড়া এলাকাতে আগামী দিন ডেঙ্গু দমনে প্রশাসন কাজ করবে এবং স্বাস্থ্য বিভাগ কি কি ভূমিকা গ্রহণ করবে এবং পুরসভার সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কি কি হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে। ডেঙ্গু দমনে এলাকায় ব্যাপকভাবে প্রচারে নামানো ব্লু- প্রিন্ট তৈরি হয় এই বৈঠকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct