আপনজন ডেস্ক: ৩৭০০ বছর আগের একটি পাথুরে চিরুনির ওপর প্রাচীন লিপি খুঁজে পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। সেটি সাত শব্দের একটি বাক্য। আর সে বাক্যে বলা হয়েছে উকুনের কথা।প্রাচীন ভাষায় লেখা বাক্যটি নিয়ে করা নতুন এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। লেখাটি প্রাচীন ক্যানানাইট ভাষায় লেখা। এ বিষয়ে গবেষকরা বলছেন, চিরুনিতে লেখা বাক্যটি আদতে অতি সাধারণ একটি প্রার্থনা। এতে বলা হয়েছে, 'এই চিরুনি চুল ও দাড়ি থেকে উকুন সরাতে পারে।' জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ইয়োসেফ গারফিনকেল জানান, এর আগে প্রত্নতত্ত্ববিদরা বিভিন্ন প্রাচীন মাটির তৈজস বা তীরের ফলায় ক্যানানাইট ভাষার দুয়েকটি অক্ষর বা শব্দ খুঁজে পেয়েছেন। এবারই প্রথম এ ভাষায় লেখা পুরো একটি বাক্য পেলেন তারা। অধ্যাপক বলেন, এ রকম কিছু আগে কখনো পাওয়া যায়নি। এটি কোনো রাজকীয় লিপি নয়, অত্যন্ত মানবিক কিছু। আপনি তাৎক্ষণিকভাবে চিরুনির মালিকের সঙ্গে একটা মানসিক সংযোগ স্থাপন করতে পারবেন। ২০১৬ সালে ইসরায়েলি প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র লাকিশ থেকে উদ্ধার হয় পাথুরে চিরুনিটি। তবে এর ওপরের লেখাটা চোখেই পড়েনি কারো। ২০২১ সালে এসে এক গবেষণা সহকারী মেডেলিন মামকুয়োগ্লোর চোখে পড়ে চিরুনিতে খচিত লিপিগুলো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct